Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্নাতকোত্তরে ভর্তির তালিকা বাতিল, বিক্ষোভ পড়ুয়াদের

স্নাতকোত্তর স্তরে ভর্তির মেধাতালিকা বাতিল ও বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে দূরের পড়ুয়াদের হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রায় ১৪০০ ছাত্রছাত্রী ও অভিভাবক। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে দুপুর পর্যন্ত আধিকারিকদের দেখা না মেলায় রেজিস্ট্রারের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

দুশ্চিন্তায় পড়ুয়ারা। —নিজস্ব চিত্র।

দুশ্চিন্তায় পড়ুয়ারা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮
Share: Save:

স্নাতকোত্তর স্তরে ভর্তির মেধাতালিকা বাতিল ও বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে দূরের পড়ুয়াদের হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রায় ১৪০০ ছাত্রছাত্রী ও অভিভাবক। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে দুপুর পর্যন্ত আধিকারিকদের দেখা না মেলায় রেজিস্ট্রারের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বারই প্রথম স্নাতকোত্তর স্তরে অনলাইন ভর্তি শুরু হয়েছে। তার জন্য স্নাতক সল্তরের সমস্ত ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দু’ভাবে ভাগ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, যাঁরা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তাঁদের সরাসরি ভর্তি নেওয়া হবে। আর ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে যাঁরা নম্বর পেয়েছেন তাঁদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। মঙ্গলবার ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের মেধাতালিকা প্রকাশের কথা ছিল। তবে তা হয়নি। পরে বুধবার রাত দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকাটি প্রকাশিত হয়। তাতে লেখা ছিল, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে গিয়ে ভর্তি হতে হবে। তবে তার ঘণ্টা খানেকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে ওয়েবসাইটে জানানো হয়, মেধাতালিকাটি বাতিল করা হয়েছে।

কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীই তালিকা দেখার এক ঘণ্টা পরে আর ওয়েবসাইটে সেটি বাতিলের খবর দেখেননি। সেই মতো বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে প্রায় ১৪০০ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে জড়ো হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তারপরেই বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, এর আগেও বারকয়েক মেধাতালিকা প্রকাশের দিন নিয়ে টানাপড়েন চলেছে। ফলে বারবার দূরদূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে এসে হয়রান হতে হচ্ছে তাঁদের। দুপুর পর্যন্ত আধিকারিকেরা দেখা করতে চাননি বলেও তাঁদের অভিযোগ। ক্ষুব্ধ পড়ুয়ারা রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়ের চেম্বারে ঢুকেও বিক্ষোভ দেখান।

পরে রেজিস্ট্রার কলা বিভাগের সম্পাদক কল্যাণ মুখোপাধ্যায়, বিজ্ঞান বিভাগের সম্পাদক শুভপ্রসাদ নন্দী মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক দেবকুমার পাঁজাকে ডেকে বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, ওই মেধাতালিকায় ভুল থাকায় সেটি বাতিল করা হয়েছে। তালিকায় বেশি নম্বর প্রাপ্ত পড়ুয়ার নাম নেই, অথচ কম নম্বর পাওয়া পড়ুয়ার নাম রয়ে গিয়েছিল বলেও বিশ্ববিদ্যালয়ের দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, অনলাইন ভর্তিতে এ বছর প্রথম। টেকনিক্যাল কর্মীর অভাব থাকায় বাইরে থেকে লোক দিয়ে ওই তালিকা তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাঁদের ঠিকমতো বোঝাতে না পারায় ভুলভ্রান্তি হয়েছে। পরে ছাত্রছাত্রীদের জানানো হয়, প্রথম মেধাতালিকা ১৬ সেপ্টেম্বর ও দ্বিতীয় মেধাতালিকা ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে। বাকি ছাত্রছাত্রীদের জন্য ২০ সেপ্টেম্বর বিজ্ঞান ও লাইব্রেরি সায়েন্স এবং ২১ সেপ্টেম্বর কলা ও বাণিজ্য বিভাগের পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

এ দিনের ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল ছাত্র সংসদও। তাঁদের দাবি, বিক্ষোভকারীরা ছাত্র সংসদ অফিস ঘেরাও করেও গালিগালাজ করে। সংসদের সাধারণ সম্পাদক দীপক পাত্র ও সম্পাদক খোন্দকার আমিরুল ইসলামের অভিযোগ, “পঠনপাঠন, পরীক্ষা নেওয়া এবং ফলপ্রকাশের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।” টেকনিক্যাল কর্মীর অভাবও মানতে চাননি তাঁরা। তাঁদের দাবি, “কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকেরা আছেন, মেধাবী পড়ুয়ারা রয়েছেন, যাঁরা অনায়াসেই এ কাজ করতে পারে। তাঁদের কাজে না লাগিয়ে বহিরাগতদের দিয়ে ভুল কাজ করানোর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে।” তদন্ত করে দোষিদের শাস্তির ব্যবস্থা করারও দাবি করেছেন তাঁরা।

শ্রীপতিবাবু বলেন, “ভুল স্বীকার করে নেওয়াটাই উচিত। আমরা যে মুহূর্তে বুঝতে পেরেছি কর্মীদের ভুলে মেধাতালিকায় গোলমাল রয়েছে, সঙ্গে সঙ্গে তা বাতিল করা হয়েছে। ঠিক মতো কাজটি করার জন্য মেধাতালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE