Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Death

বিনা চিকিৎসায় মৃত্যু বাউল শিল্পীর, অভিযোগ

প্রতিমা বাউল শিল্পী বলে সরকারি ভাতা পেতেন। কলকাতায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল।

প্রতিমা দাস

প্রতিমা দাস

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ ও কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০৪:৪২
Share: Save:

বিনা চিকিৎসায় বাউল শিল্পী প্রতিমা দাসের (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করলেন তাঁর স্বামী প্রদ্যোৎ দাস।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা প্রদ্যোৎবাবু জানান, ক্যানসারে আক্রান্ত প্রতিমাদেবীর সম্প্রতি হেপাটাইটিস বি ধরা পড়ে। স্ত্রীকে তিনি প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শয্যা নেই শুনে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, “বুধবার রাত দেড়টা থেকে এসএসকেএমের সামনে অপেক্ষা করেছি। প্রতিমাকে কেউ ভর্তি করেননি। তার উপরে লকডাউন। ২৪ ঘণ্টা বৃষ্টির মধ্যে ফুটপাথে পড়ে থাকতে হয়েছে বিনা চিকিৎসায়।’’ বৃহস্পতিবার রাত দু’টোয় এসএসকেএম-এর এক অ্যাম্বুল্যান্স চালক ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। প্রদ্যোৎবাবু বলেন, ‘‘সেখানে শেষ রাতে ভর্তি করা গেলেও চিকিৎসা শুরুর আগেই শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় প্রতিমার।’’

প্রতিমা বাউল শিল্পী বলে সরকারি ভাতা পেতেন। কলকাতায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। তার পরে কিছুটা সুস্থও হয়ে ওঠেন। ফের অসুস্থ হয়ে পড়লে বুধবার কলকাতায় আসেন। এস‌এসকেএম হাসপাতালের এক কর্তা জানান, ওই রোগীর সঙ্গে ঠিক কী ঘটেছিল তা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ঘটনার কথা জানতে পারলে শয্যা না পাওয়ার কথা নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE