সংসদের বাদল অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষের সুরে তিন পরামর্শ দিল তৃণমূল। শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সেই টুইটেই এই তিন পরামর্শ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে রাজ্যসভা চালাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে শাসকদল। সেই বৈঠকে দেওয়া তৃণমূলের প্রস্তাবই টুইটে উল্লেখ করেছেন ডেরেক। লিখেছেন, ‘অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্যসভার দলনেতাদের বৈঠকে তৃণমূল তিনটি প্রস্তাব দিয়েছে। ইদানীং বিলের স্ক্রুটিনির সংখ্যা কমেছে। ভারত সরকারে উচিত এ বিষয়ে নজর দেওয়া হোক। আলোচনা ও কলিং অ্যাটেনশানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাপ্তাহিক তালিকায় আনা হোক। সংসদের রীতিনীতি মেনে চলা হোক।’