ছবি এবং ভিডিয়ো তোলার নাম করে হোটেলে ডেকে এনে কয়েক লক্ষ টাকার ক্যামেরা, লেন্স, ল্যাপটপ-সহ ছবি তোলার বিভিন্ন সামগ্রী হাতানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশুতোষ রঞ্জন ওরফে বিনীত শর্মা। বাড়ি বিহারের দারভাঙায়। তবে মাসকয়েক ধরে কসবায় ফ্ল্যাট ভাড়া করে ছিল সে। শুক্রবার রাতে সেখান থেকেই তাকে ধরে বেলেঘাটা থানার পুলিশ। ধৃতকে জেরা করে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৯ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রের খবর, ৩ জুন হুগলির এক যুবক বেলেঘাটা থানায় অভিযোগ করেন, ফেসবুক পেজের মাধ্যমে আলাপ হয়েছিল বিনীতের সঙ্গে। অনুষ্ঠানে কাজের নাম করে ২ জুন তাঁকে বেলেঘাটার হোটেলে আসতে বলে বিনীত। সেখানে তাঁর জন্য ঘর ভাড়া করে রেখেছিল বিনীত। অভিযোগ, এর পরে বিনীত ফোন করে তাঁকে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের সামনে অনুষ্ঠানের জায়গা দেখানোর জন্য ডাকে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে ক্যামেরা-সহ দামী সামগ্রী রেখে ওই যুবক সেখানে গেলেও বিনীতের দেখা পাননি। এমনকি, তাঁর ফোনও ধরেনি বিনীত। কিছুক্ষণ অপেক্ষার পরে হোটেলে ফিরে ওই যুবক জানতে পারেন, বিনীত তাঁর ঘরে ঢুকে ক্যামেরা-সহ দামী সামগ্রী নিয়ে অ্যাপ-ক্যাবে করে পালিয়েছে।
তদন্তকারীরা জানান, সিসিটিভির ফুটেজ দেখে অ্যাপ-ক্যাবটিকে শনাক্ত করা হলে সেখান থেকে বিনীতের খোঁজ মেলে। জানা যায়, বিনীতের আসল নাম আশুতোষ। নাম ভাঁড়িয়েই সে ওই যুবকের সঙ্গে আলাপ করে ও হোটেলে ঘর ভাড়া করে। সে এমন কাণ্ড আরও ঘটিয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)