চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হচ্ছে যিশুর পুজো। বড়দিনের আগের সন্ধ্যায় বেলুড় মঠের মূল মন্দিরে সন্ধ্যারতির পর প্রতি বছরই এই পুজোর আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যার পুজোয় যিশুর জীবনী ও বাণী পাঠ চলে। পাশাপাশি পরিবেশিত হয় ক্যারল গান। পুজোর ভোগ হিসাবে কেক-সন্দেশ নিবেদন করেন বেলুড়ের মহারাজেরা।