গ্রামোন্নয়নে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের জন্য সমন্বয় কমিটি ‘দিশা’ গড়তে বাংলায় জেলাশাসকেরা অনীহা দেখাচ্ছেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সরব হলেন এ রাজ্যের বিজেপি সাংসদেরা। রাজ্য বিজেপির সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় দলীয় সাংসদেরা শুক্রবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সঙ্গে দেখা করেন। বাংলার সাংসদদের বক্তব্য, পরিকাঠামো, সামাজিক ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প নিয়েছে। সেগুলির মধ্যে সমন্বয়ের জন্য ‘দিশা’ গড়া হচ্ছে না, জেলাশাসকেরা উৎসাহ দেখাচ্ছেন না। কমিটি নেই, এলাকার সাংসদেরা শাসক দলের না হলে তাঁদের কথাও শোনা হচ্ছে না। সংসদে ভবনে এ দিনই বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সুকান্তবাবু।