Advertisement
E-Paper

নির্ধারিত দিনেই রাজ্যের শিল্প সম্মেলন

নোট বাতিলের জেরে শিল্প সম্মেলন কিছু দিন পিছনোর একটা ভাবনাচিন্তা হয়েছিল নবান্নের শীর্ষমহলে। কিন্তু রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তির কথা মাথায় রেখেই তা থেকে সরে এল সরকার। মঙ্গলবারই সরকার চূড়ান্ত করেছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৭-এর আসর বসবে নির্ধারিত দিনেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০৩:০৩

নোট বাতিলের জেরে শিল্প সম্মেলন কিছু দিন পিছনোর একটা ভাবনাচিন্তা হয়েছিল নবান্নের শীর্ষমহলে। কিন্তু রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তির কথা মাথায় রেখেই তা থেকে সরে এল সরকার। মঙ্গলবারই সরকার চূড়ান্ত করেছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৭-এর আসর বসবে নির্ধারিত দিনেই। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করবেন। নতুন করে দিনক্ষণ চেয়ে তাঁর কাছে আর কোনও চিঠি পাঠানো হচ্ছে না বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এ দিন শিল্পমন্ত্রী অমিত মিত্র নবান্নে বলেন, ‘‘২০-২১ জানুয়ারি দেশ-বিদেশের শিল্পপতিদের নিয়ে তৃতীয় বছরের সম্মেলন হবে।’’

শিল্পমন্ত্রী জানান, দেশ-বিদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার শিল্প প্রতিনিধি সম্মেলনে থাকবেন। প্লেনারি হলে থাকবেন তিন হাজার অতিথি। অন্যান্য সভাগুলিতে আরও ২৫০০ শিল্প প্রতিনিধি থাকবেন। শিল্পমন্ত্রীর দাবি, এই সম্মেলনকে ঘিরে দেশ-বিদেশ থেকে প্রচুর সাড়া মিলেছে। বহু সংস্থা থাকার আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে অসংখ্য বহুজাতিক সংস্থা রয়েছে। তবে সম্মেলনে কেন্দ্রের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা স্পষ্ট হয়নি এখনও।

নোট-ভোগান্তির জেরে আর্থিক অচলাবস্থার কারণেই শিল্প সম্মেলন কিছু দিন পিছনোর চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেই মতো শিল্প কর্তাদের নিয়ে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছিলেন শিল্পমন্ত্রী। কিন্তু নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘ভাবনা শুরু হলেও তা চূড়ান্ত হয়নি। দেশ বিদেশে আমন্ত্রণ চলে গিয়েছে। অন্যান্য রাজ্যও জানুয়ারি-ফেব্রুয়ারিতেই তাদের শিল্প সম্মেলনগুলি সেরে ফেলছে। তাই আমরাও সম্মেলন পিছিয়ে দিচ্ছি না।’’

এ বার ১১টি ক্ষেত্রকে সম্মেলনের বিষয় ভাবনায় রাখা হয়েছে। বিমান পরিষেবা, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, বন্দর, খনি, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ, কৃষি ও উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা এমনকী নগরোন্নয়ন এবং নগরভিত্তিক ক্রীড়া পরিকাঠামোকেও আলোচনায় রাখা হচ্ছে। বিশেষ জোর দেওয়া হচ্ছে সদ্য শুরু হওয়া সংস্থা বা নতুন উদ্যোগপতিদের নিয়ে (স্টার্ট-আপ) আলোচনার আসর। সেখানে রাজ্যের সংস্থাগুলির পাশাপাশি অন্য রাজ্যের সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসা করছে, এমন উদ্যোগপতিরাও থাকতে চলেছেন।

অমিতবাবু জানিয়েছেন, এঁদের পাশাপাশি চিন, জাপান, রাশিয়া, ইতালি, পোলান্ড, নরওয়ে, ভিয়েতনাম, কানাডা, মায়ানমার, তাইল্যান্ড, সৌদি আরব, নেপাল, ভুটান থেকেও দল আসবে। এদের মধ্যে যেমন অসংখ্য শিল্পপতি থাকবেন, তেমনই কয়েকটি শহরের মেয়র ও সরকারি প্রতিনিধিও থাকবেন। রাশিয়া থেকেই ৩০ জনের একটি দল সম্মেলনে যোগ দেবেন বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।

Bengal global business summit 2017 Mamata West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy