Advertisement
১৬ মে ২০২৪

লুট হল বাক্স, জ্বলল ব্যালটও

ব্যালট বাক্স লুট করা থেকে শুরু করে ব্যালট ছেঁড়া, জ্বালিয়ে দেওয়া এমনকী ভোট শেষের আগেই বাক্স খুলে ব্যালট গুনে ফেলা— কার্যত নজিরবিহীন এমন সব ঘটনার সাক্ষী রইল রাজ্যের পঞ্চায়েত ভোট।

জ্বালানো হচ্ছে ব্যালট পেপার। গৌরাঙ্গনগরে। ছবি: সুমন বল্লভ

জ্বালানো হচ্ছে ব্যালট পেপার। গৌরাঙ্গনগরে। ছবি: সুমন বল্লভ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৬:৪১
Share: Save:

সোমবার সকাল সাড়ে দশটা। কলকাতা লাগোয়া কেষ্টপুরের গৌরাঙ্গনগরের নবীনচন্দ্র অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২২৬ ও ২৩৭ নম্বর বুথের বাইরে বোমা-গুলির খণ্ডযুদ্ধ চলছে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। তার আগেই এক দল দুষ্কৃতী বুথ থেকে ব্যালট বাক্স লুট করে রাস্তায় এনে ভেঙে, জ্বালিয়ে দিয়েছে। ব্যালট ফেলেছে বাগজোলা খালে।

ব্যালট বাক্স লুট করা থেকে শুরু করে ব্যালট ছেঁড়া, জ্বালিয়ে দেওয়া এমনকী ভোট শেষের আগেই বাক্স খুলে ব্যালট গুনে ফেলা— কার্যত নজিরবিহীন এমন সব ঘটনার সাক্ষী রইল রাজ্যের পঞ্চায়েত ভোট।

ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে পূর্বস্থলীর কালেখাঁতলা ১ পঞ্চায়েতের পদ্মবিলপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, জলপাইগুড়িতে রাজগঞ্জের শিকারপুরে, বাদুড়িয়ার মাগুরুতি শ্রীরামপুর জুনিয়র হাইস্কুলে, পুরুলিয়ার বাঘমুন্ডিতে। রাজগঞ্জ, বাদুড়িয়া এবং বাঘমুন্ডিতে দুষ্কৃতীরা বুথ দখল করে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। তার প্রতিবাদেই ব্যালট বাক্স জ্বালিয়ে দেন গ্রামবাসীরা। স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী কৈজুড়ি গ্রামে আবার ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রতিবাদে গ্রামবাসীরা বাকি ব্যালট বক্সগুলিতে জল ঢেলে দেন বলে অভিযোগ। নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের ভঞ্জপুর শিশুশিক্ষা কেন্দ্রে ছাপ্পার প্রতিবাদে নির্দল প্রার্থীর সমর্থকেরা ব্যালট বক্স লুট করে কপালেশ্বরী নদীর খালে ফেলে দেয়।

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কেন্দা গ্রামে ব্যালট বাক্সে কালি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, কালি ছিটিয়ে দেওয়া হয় সেকেন্ড পোলিং অফিসারের গায়েও। রাজারহাটে কাশীপুর ফ্রি প্রাইমারি স্কুলের বুথে তিনটি ব্যালট বাক্সে কালির সঙ্গে জলও ঢেলে দিয়েছে দুষ্কৃতীরা।

পূর্ব বর্ধমানের মেমারিতে একটি বুথ থেকে ব্যালট বাক্স লুট করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের ওরগ্রামে বাক্স ভেঙে ব্যালট পেপার বের করে ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাঁকুড়ার রাইপুর থানার চাকা বুথে দুপুরে দুষ্কৃতীরা বুথে ঢুকে পুলিশের বন্ধুক ছিনিয়ে নিয়ে তিনটি ব্যালট বাক্স ছিনতাই করে চম্পট দেয়। বীরভূমের মহম্মদবাজারের কুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথেও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভোট শুরুর ঘণ্টা দু’য়েকের মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের নেড়েকোপা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের বুথ, পিংলার মাধবচক, মালবাজারের কুমলাই, কোচবিহারের চ্যাড়াবান্ধার একটি বুথে ব্যালট বাক্স ছিনতাই হয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতের হেলেঞ্চা ২ নম্বর কলোনি প্রাথমিক স্কুলের বুথ থেকেও ব্যালট বাক্স ছিনতাই হয়।

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রাম পঞ্চায়েতের বলপাই প্রাথমিক বিদ্যালয়ের বুথে প্রিসাইডিং অফিসার উজ্বলকুমার দে-র মাথায় দুষ্কৃতীরা পিস্তল ঠেকালে তিনি জ্ঞান হারান। অভিযোগ, তার পরেই দুষ্কৃতীরা ব্যালট লুঠ করে পালায়। রাজারহাটের পাথরঘাটায় সর্দারপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের বুথে প্রিসাইডিং অফিসার দীপঙ্কর বাগচীকে দুষ্কৃতীরা নজরবন্দি করে রাখে বলে অভিযোগ।

মুর্শিদাবাদের রেজিনগর থানার রামপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা নাগাদ জনা পঞ্চাশেক মোটরবাইক আরোহী চড়াও হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ব্যালট বাক্স ভেঙে ব্যালট পেপার গুনে ফেলে। এবিপি আনন্দের একটি দল হাজির হলে তাদের সঙ্গে দুষ্কৃতীদের বচসা বাধে। বেগতিক দেখে দুষ্কৃতীরা ব্যালটগুলি বাক্সে ঢুকিয়ে দিয়ে ফের ভোট শুরু করতে বললে এক পোলিং অফিসার বলেন, ‘‘ব্যালট বাক্সই তো ভাঙা, ভোট নেব কী করে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE