মালদহ, উত্তর দিনাজপুরের মতো মুর্শিদাবাদের জেলা পরিষদও দল ভাঙিয়ে দখল করেছিল তৃণমূল। কিন্তু দল বদলাতে রাজি হননি সেই জেলা পরিষদের কংগ্রেস সভাধিপতি শিলাদিত্য হালদার। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। বহরমপুর জেলে বন্দি অবস্থাতেই এ বার জেলা পরিষদে প্রার্থী হতে চেয়েছিলেন শিলাদিত্য। কিন্তু জেলা প্রশাসন বা রাজ্য নির্বাচন কমিশন, কোনও তরফেই এখনও অনুমতি মেলেনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, ‘‘বিধানসভা বা লোকসভা ভোটে যেমন জেলে থেকেও প্রতিদ্বন্দ্বিতা করা যায়, পঞ্চায়েতে আইনটা তেমন স্পষ্ট নয়। জেলাশাসক চাইলে অনুমতি দিতে পারেন। কিন্তু তিনি দিচ্ছেন না।’’ কমিশনে শনিবার কংগ্রেসের বিক্ষোভের পরে রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংহ এই নিয়ে ওই দলের নেতাদের সঙ্গে আলোচনাতেই রাজি হননি। মনোনয়নের শেষ দিনে আজ, সোমবার এক বার শেষ চেষ্টা চালাতে চান কংগ্রেস নেতৃত্ব।