Advertisement
১৬ মে ২০২৪
State News

‘অনেক অসম্মান করা হয়েছে আমাদের, এমনকী প্রধানমন্ত্রীও...’

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘এই জয় আমরা মানুষকে উৎসর্গ করছি। অনেক কুৎসা অপপ্রচার, অসম্মান করা হয়েছে আমাদের। প্রধানমন্ত্রীও আমাদের বিরুদ্ধে বলেছেন। আমি তাও বলিনি।’’

অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০২:১৫
Share: Save:

ভোটগ্রহণের দিন তুমুল হিংসা হয়েছিল। কিন্তু মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় হিংসার বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। তাও নীরবতা ভাঙেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিক্রিয়া এসেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার পর অবশেষে মুখ খুললেন তিনি। গোটা নির্বাচন পর্বে অনেক অসম্মান সহ্য করতে হয়েছে বলে দাবি করলেন। প্রধানমন্ত্রী না জেনে কথা বলছেন বলেও মন্তব্য করলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘এই জয় আমরা মানুষকে উৎসর্গ করছি। অনেক কুৎসা অপপ্রচার, অসম্মান করা হয়েছে আমাদের। প্রধানমন্ত্রীও আমাদের বিরুদ্ধে বলেছেন। আমি তাও বলিনি।’’

বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং মাওবাদীরা এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মন্তব্য করেন। তৃণমূলের বিরুদ্ধে প্রবল সন্ত্রাস চালানোর যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ নস্যাৎ করেন তিনি। বিজেপির হাতে ১০ জন তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে তিনি পাল্টা অভিযোগ তোলেন। পাশের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে নির্বাচনে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে বলেও তিনি এ দিন দাবি করেন।

আরও পড়ুন: সবাই দেখেছেন কী ভাবে বাংলায় খুন করা হল গণতন্ত্রকে: পঞ্চায়েত নিয়ে হঠাৎ চড়া আক্রমণে মোদী

আরও পড়ুন: গণনাতেও সন্ত্রাস, গ্রাম জিতল তৃণমূলই, উত্থান বিজেপির

বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, মুখ্যমন্ত্রী এ দিন তার বিরোধিতা করে বলেন, ‘‘বিজেপি কী বলল, তা ক্রস চেক না করে প্রধানমন্ত্রীর মন্তব্য করা উচিত হয়নি। প্রধানমন্ত্রীর মন্তব্যের সীমারেখা থাকা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE