Advertisement
১১ মে ২০২৪

ছাপ্পা ভোট হতে দেখেননি অনিতা!

সোমবার চেচাখাতায় ১২/১৪৪ নম্বর বুথে ছাপ্পা ভোট ও নির্দল প্রার্থী শিখা দের এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে।

অনিতা দেবনাথ।

অনিতা দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ০২:২৯
Share: Save:

ছাপ্পা ভোট নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে মারধরের জেরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, বুধবার কার্যালয়ে বসে জানালেন অনিতা দেবনাথ। তিনি, আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী৷

সোমবার চেচাখাতায় ১২/১৪৪ নম্বর বুথে ছাপ্পা ভোট ও নির্দল প্রার্থী শিখা দের এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। প্রতিবাদে ঘটনাস্থলেই নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অনিতা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিখাও একই সিদ্ধান্ত নেন। ওই রাতেই পুলিশকর্তাদের মাধ্যমে দু’জনেই বিডিও-র কাছে যৌথ চিঠি পাঠিয়ে অভিযোগ করেন, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই ছাপ্পা ভোট ও নির্দল প্রার্থীর এজেন্টকে মেরেছে৷

বিষয়টি নিয়ে হইচই শুরু হয় এলাকায়। তখন দু’জনে ফের জানান, ভোট থেকে সরেই যাচ্ছেন। তৃণমূল সূত্রের খবর, দলের স্থানীয় নেতারা অনিতার বাড়িতে গিয়ে তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বোঝান। ভোট মেটার পরে পাড়ায় আর অশান্তি হবে না বলেও আশ্বাস দেন৷ এ দিন কার্যালয়ে বসে অনিতা বলেন, “ছাপ্পা হতে দেখিনি৷ ছাপ্পার অভিযোগ শুনেছি৷ নির্দল প্রার্থীর এজেন্টকেও মারধর করা হয়েছিল৷ তা নিয়ে পাড়ায় অশান্তি তৈরি হয়৷ তাই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই৷” অনিতা বলেন, ‘‘তবে বিডিও-কে লেখা চিঠির বয়ান না দেখেই সই করে দিই৷ তাতে কী লেখা ছিল তা আমি জানি না৷” তিনি জানান, তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন এবং আছেন৷ দলের আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘বিরোধীরা জোর করে অনিতাদেবীকে দিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর কথা বলিয়ে নিয়েছিল৷ আমার সঙ্গেও ওঁর কথা হয়েছে৷ এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE