রাজ্যে আসার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন বাংলার যুব কংগ্রেস নেতারা। ভোট ‘চুরি’র অভিযোগে এবং বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে (এসআইআর) ‘বৈধ’ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে রাহুলের নেতৃত্বে সেখানে যে ‘ভোটার অধিকার যাত্রা’ চলছে, তাতেই যোগ দিয়েছিলেন বাংলার যুব কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ-সহ অন্যেরা। তাঁরা পূর্ণিয়ায় রবিবার রাহুলের সঙ্গে দেখা করে কথাও বলেছেন। সৌরভ জানিয়েছেন, রাহুলের কাছে রাজ্যের শিক্ষাক্ষেত্রের ‘চরম অবনতি’ ও ‘দুর্নীতি’র বিষয়ে জানানো হয়েছে। এর সঙ্গেই রাহুলকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, রাহুল বলেছেন যে, তিনি দ্রুত বাংলায় আসতে পারেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)