Advertisement
০৯ অক্টোবর ২০২৪

পদক ফেরত ভারতীর

২০১৪ সালে জঙ্গলমহলের দায়িত্বে থাকাকালীন কাজকর্মে বিশেষ পারদর্শিতার জন্য ভারতীকে ওই পদক ও শংসাপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:৪১
Share: Save:

বছর পাঁচেক আগে দক্ষতার পুরস্কার হিসেবে মুখ্যমন্ত্রী তাঁকে ‘কমান্ডেবল সার্ভিস’ পদক ও শংসাপত্র দিয়েছিলেন। অবশেষে সেই পদক ফিরিয়ে দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

২০১৪ সালে জঙ্গলমহলের দায়িত্বে থাকাকালীন কাজকর্মে বিশেষ পারদর্শিতার জন্য ভারতীকে ওই পদক ও শংসাপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক আইনজীবীর মাধ্যমে সেগুলি নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠিয়েছিলেন ভারতী। তবে নবান্নের তরফে সেগুলো গ্রহণ করা হয়নি। ভারতী জানান, বুধবার পদক ও শংসাপত্র স্পিডপোস্ট মারফত ফিরিয়ে দিয়েছেন তিনি।

২০১৭ সালে আইপিএস অফিসারের পদে ইস্তফা দেন ভারতী। ২০১৮-র ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানায় সোনা লুঠ ও প্রতারণার তিনটি মামলা দায়ের করে। ওই সব মামলায় ভারতীকে অভিযুক্ত করেছে সিআইডি। মামলার পর থেকেই ভারতী ফেরার ছিলেন। সেই সময় তাঁর নাকতলার বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিআইডি। কোনও মামলায় ভারতীকে গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তার পরেই এ রাজ্যে ফিরে আসেন ভারতী। বিজেপিতে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরে সপ্তাহখানেক আগে রাজনৈতিক কর্মশালাও করেছেন।

অন্য বিষয়গুলি:

Bharati Ghosh Mamata Banerjee Police Service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE