Advertisement
২৬ এপ্রিল ২০২৪
TMC

CPIM: জাতীয় ঐক্যের বার্তা বিমানেরও, স্বাগত তৃণমূলের

সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা, রাজ্যে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে তাঁদের রাজনৈতিক লড়াই জারি থাকবে।

বিমান বসু।

বিমান বসু। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ০৫:২৩
Share: Save:

জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে তৃণমূলের সঙ্গে থাকতে তাঁদের আপত্তি নেই বলে জানিয়ে দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও। তাঁর ওই অবস্থানকে স্বাগত জানিয়েছে তৃণমূলও। সর্বভারতীয় ক্ষেত্রে কয়েক বছর ধরেই বিজেপির বিরুদ্ধে নানা প্রতিবাদে তৃণমূল এবং সিপিএম একসঙ্গেই শামিল হচ্ছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রেরা আগেই এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। তমলুকে দলের নেতা নির্মল জানার স্মরণসভায় যোগ দিতে গিয়ে সিপিএমের বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য বিমানবাবুও বলেছেন, ‘‘সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা হোক বা কচ্ছ থেকে কোহিমা, আন্দোলনের প্রশ্নে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’’ তাঁকে প্রশ্ন করা হয়, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে লড়তেও প্রস্তুত? বিমানবাবুর জবাব, ‘‘আমি তো বলছি, বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত!’’

সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা, রাজ্যে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে তাঁদের রাজনৈতিক লড়াই জারি থাকবে। কিন্তু তার জন্য জাতীয় স্তরে বিজেপি-বিরোধী লড়াইকে তাঁরা লঘু করতে চান না। যা সোমবারই ফের স্পষ্ট করে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বিমানবাবুর বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলে আসছেন, বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে একজোট হয়ে লড়তে হবে। বিমানবাবু যা বলেছেন, সেটা বিলম্বে বোধোদয়! সর্ব স্তরেই এটা হওয়া প্রয়োজন। বিমানবাবু এ কথা বলে থাকলে ঠিক কথাই বলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC CPIM Biman Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE