Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal Municipal Election 2022

BJP Bandh: মানুষকে বিপদে ফেলতে বন্‌ধ ডেকেছে বিজেপি! পার্থ জানালেন সব কিছু খোলা থাকবে

বন্‌ধের বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ঠান্ডা ঘরে বসে বিজেপি-র ডাকা বন্‌ধের আমরা বিরোধিতা করছি। আগামিকাল সব কিছু সচল থাকবে।’’

পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায় ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫২
Share: Save:

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। সেই বন্‌ধের বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ঠান্ডা ঘরে বসে বিজেপি-র ডাকা বন্‌ধের আমরা বিরোধিতা করছি। আগামী কাল সব কিছু সচল থাকবে। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে, এমন কোনও কিছুকে সমর্থন করি না আমরা। মানুষকে বিপদে ফেলে অর্থনীতি ধ্বংস করার এই বন্‌ধের আমরা সম্পূর্ণ বিরোধিতা করি।” তিনি আরও বলেন, “যারা ভোটে কিছু করতে পারে না, তারাই এ ভাবে অশান্তি আর গোলমাল পাকাতে বন্‌ধ ডাকে। রাজ্য প্রশাসন সম্পূর্ণ ভাবে সচল থাকবে। গোলমাল করতে গেলে প্রশাসন কড়া হাতে তার মোকাবিলা করবে।”

পুরভোটে বিজেপি-র ভূমিকা প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘রাজ্যে বিরোধী শক্তি যে নেই, এ বারের পুরভোট আবার বুঝিয়ে দিয়ে গেল। অনেক জায়গায় তো বিজেপি প্রার্থী দিতে পারেনি। ১১ হাজার ২৮০টি বুথে ভোট হয়েছে। বেশির ভাগ জায়গায় যেতে পারেনি ওরা।’’ তিনি আরও বলেন, ‘‘পুরভোটের মাধ্যমে দেখে নিয়েছি, বিজেপি কী ভাবে উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা করে। ফলে তারা যে কর্মসূচিই নিক না কেন তা ব্যর্থ হবে। মানুষ ওদের সঙ্গে নেই আবার ওরা বুঝতে পারবে। কারণ, সাধারণ মানুষ প্রয়োজনে ওদের পাশে পায় না। মানুষের সঙ্গে ওদের যখন কোনও যোগাযোগ নেই, তাই ওদের যে কোনও কর্মসূচি ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE