উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের এক নেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে এ বার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। দলের নেতা শিশির বাজোরিয়া, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ (ববি) দাস শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে অভিযোগ করেছেন, দু’দিন আগে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার কথা বলেছেন। কমিশনের কাছে বিজেপি প্রতিনিধিদলের দাবি, এটা ‘হিমশৈলের চূড়া’ মাত্র! তৃণমূল এ ভাবেই ভোটার তালিকায় কারচুপি করেছে। তারা যেন এই বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়। শিশির বলেন, ‘‘তৃণমূল বুঝে গিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোটারদের ভোট পেয়ে আর জয় সম্ভব নয়। তাই বিদেশিদের নামও ভোটার তালিকায় ঢোকাতে চাইছে। নির্বাচনী প্রক্রিয়াতেই যদি এত কারচুপি হয়, তা হলে ভোটের দিন কী হতে পারে, সহজেই অনুমান করা যায়।’’ এই প্রসঙ্গে বাঁকুড়ার কোতুলপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এর বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাঁকে অভিযোগ জানাব। এনআইএ যেমন রাজ্যে মানব পাচার চক্র ধরেছে, একই ভাবে ওদের এ নিয়েও পদক্ষেপ করা উচিত।’’ তৃণমূল নেতৃত্বের অবশ্য পাল্টা দাবি, বারাসতের ওই নেত্রীর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে। আর তা নিয়েই বিজেপি অযথা হইচই করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)