নিজেদের ওয়েবসাইট থেকে অধুনা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম অবশেষে মুছে দিল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ল পদ্মশিবিরের। ওই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে রাতেই দেখা গেল, রাজীবের নাম গায়েব!
গত বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির ছেড়ে হাতে পদ্ম তুলে নিলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ফিরে এসেছেন তাঁর পুরনো দলে। তবে সেই ঘটনার পর প্রায় সাত মাস কেটে গেলেও পদ্মশিবিরের ওয়েবসাইটে রাজীব বিরাজ করছিলেন। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে তাঁর নাম জ্বলজ্বল করছিল পদ্মশিবিরের ওয়েবসাইটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাকতালীয় ভাবে বৃহস্পতিবার রাতেই ওই ওয়েবসাইটে রাজীবের নাম খুঁজে পাওয়া যায়নি।