বুথ লেভল অফিসার (বিএলও) নিয়োগে ফের বেনিয়মের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এর আগেও তারা নিয়ম মেনে বিএলও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ তুলেছিল। বিজেপি নেতা শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, সঞ্জয় সিংহেরা শুক্রবার বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছেন, এলাকায় যাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত, ‘অবৈধ’ ভাবে তাঁদেরকেই বিএলও করা হচ্ছে। বিজেপির দাবি, অস্থায়ী কর্মী হিসেবে বিএলও তালিকা ভুক্ত হয়েছেন, এমন ১৮৯৮টি নাম বাদ দিয়ে হবে। এর আগে একই কারণে ২৯১৯ জনের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এই বিষয় জেলা নির্বাচনী আধিকারিকের যাতে সতর্ক করা হয়, সেই দাবিও জানিয়েছে বিজেপি প্রতিনিধি দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)