পাহাড়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে শুক্রবার সিউড়িতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তৃণমূলকে হঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। হুঁশিয়ারি শুনে বসে নেই তৃণমূলও। দুপুরেই সিউড়ি থানায় বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, সুস্থিরতা নষ্ট করা ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন তৃণমূলের সিউড়ি শহর সভাপতি অভিজিৎ মজুমদার।
এ দিন সিউড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামকৃষ্ণবাবুর হুঁশিয়ারি, ‘‘এ ভাবে দিনের পর দিন হামলা যদি হয়, আর প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে তা হলে বিজেপি কর্মী-সমর্থকেরা আত্মরক্ষায় অস্ত্র তুলে নিতে বাধ্য হবেন। প্রশাসন ঠিক ভূমিকা না নিলে বীরভূমেও আগুন জ্বলবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন ও তৃণমূল সরকার।’’ এখানেই না থেমে ওই বিজেপি নেতার সংযোজন, ‘‘আমাদের দুর্বল ভাবার কোনও কারণ নেই। শান্তি চাই, তাই চুপ করে আছি। তবে এমন আক্রমণ চলতে থাকলে হামান দিস্তায় যেমন আদা পেষাই করা হয়, সে ভাবেই তৃণমূল কর্মীদের পিষে ফেলতে তৈরি বিজেপি।’’
বৃহস্পতিবার পাহাড়ে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে অভিযোগের তির ছিল শাসকদল ও বিনয় তামাঙ্গের অনুগামীদের বিরুদ্ধে। শুক্রবার ওই ঘটনায় প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। বীরভূমের রামপুরহাট, বোলপুরের সঙ্গে কর্মসূচি ছিল জেলা সদর সিউড়িতেও।