পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে গণনা পর্যন্ত টানা সন্ত্রাসের অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। বোর্ড গঠনের পর্বে এসে তার পাল্টা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শনিবার নদিয়ার চাপড়া ব্লকের বাগবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গড়াকে কেন্দ্র করে বোমাবাজি ও পঞ্চায়েত অফিসে ভাঙচুর করল দুষ্কৃতীরা। ভাঙা হল পুলিশের গাড়ির কাচ। দুই তৃণমূল সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠল। যার জেরে শেষমেশ স্থগিতই হয়ে গিয়েছে বোর্ড গঠন। যদিও বিজেপির দাবি, তারা এর সঙ্গে যুক্ত নয়, বরং গ্রামবাসীই তৃণমূলের অত্যাচারের জবাব দিয়েছেন।
চাপড়ার ভীমপুর থানা এলাকার ওই পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে তৃণমুল আটটি ও বিজেপি পাঁচটি আসন পেয়েছে। এ দিন বোর্ড গঠনের জন্য জয়ী সদস্যেরা আসতে শুরু করতেই দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির আনা দুষ্কৃতীদের হামলায় তাদের সদস্যেরা এলাকা ছেড়ে পালান। দুই সদস্যকে পঞ্চায়েত অফিসে আটকে রাখা হয়।