আগামী ডিসেম্বর মাস থেকে নির্বাচনী আবহে ঢুকে যেতে চায় রাজ্য বিজেপি। আর সেই কাজে বাড়তি দায়িত্ব পড়তে চলেছে যুব মোর্চার কাঁধে। সূত্রের খবর, বিধাননগরে রাজ্য বিজেপির নয়া দফতরে যুব মোর্চার সাম্প্রতিক রাজ্য কার্যনির্বাহী বৈঠকে এই দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে।
পাঁচ দফায় বুথ শক্তিশালী করার কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। সূত্রের খবর, সেই কর্মসূচিকে ব্যাপক সফল না বলা গেলেও একেবারে ব্যর্থ বলা হচ্ছে না। অন্তত ৬০% বুথে এই কর্মসূচি করা গিয়েছে বলে শীর্ষ নেতাদের কাছে তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতে বেশ কিছু ফাঁক-ফোকরও ধরা পড়েছে। ডিসেম্বর থেকে সেই ফাঁক মেরামতিতে জোর দেওয়া হবে। যুব মোর্চাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাকি সাংগঠনিক কাজ ২৫ নভেম্বরের মধ্যে শেষ করে ফেলতে। তার মধ্যে রয়েছে প্রতিটি বুথে যুব কমিটি তৈরি করা।
বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, অতীতের বিভিন্ন নির্বাচন এবং সম্প্রতি পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছে, নির্বাচনের দিন শাসক দলের ভোট ‘লুটে’র প্রবণতা। তাঁদের মতে, এই প্রবণতা যতটা সম্ভব কমাতে না পারলে ৫০-৫০ আসনগুলো তৃণমূল কংগ্রেসের অনুকূলে চলে যাবে। তাই পরিকল্পনা করা হয়েছে, নির্বাচনের দিন বুথ আগলাবে যুব মোর্চার কর্মীরা। অধিকাংশ বুথেই এজেন্ট করা হবে যুব মোর্চার কর্মীদের। এমনকি, নির্বাচনের দিন যে দলীয় ক্যাম্প করা হবে, সেখানেও যুব মোর্চার কর্মীরা যাতে বেশি সংখ্যক অংশগ্রহণ করেন, সেই দিকে নজর দিতে বলা হয়েছে।
মোর্চা সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে নির্বাচনের কাজ শুরু করতে হবে। তার প্রথম ধাপ সরকার-বিরোধী আন্দোলনকে জোরদার করা। আরও বেশি সংখ্যক সরকার-বিরোধী কর্মসূচি নিতে বলা হয়েছে। পাশাপাশি, স্থানীয় স্তরে বিভিন্ন অনুন্নয়ন ও পরিষেবা অপ্রাপ্তির বিষয়গুলিকে চিহ্নিত করে এলাকায় আন্দোলন গড়ে তুলতে হবে। এ ছাড়া, সাধারণ মানুষকে কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে অবগত করে যাঁরা সেই সুবিধা পেয়েছেন, তাদের নিয়ে চাটাই বৈঠক করতে হবে। এই প্রসঙ্গে মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, ‘‘আমরা এই মাসের মধ্যে সাংগঠনিক কাজ শেষ করব। সামনের মাস থেকে যা কর্মসূচি হবে, সবটাই নির্বাচনকে লক্ষ্য রেখে। কলকাতায় যে বড় সমাবেশ হবে, সেই জমায়েতেও যুব মোর্চার বড় ভূমিকা থাকবে। আসন্ন লোকসভা নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে দল যদি কোনও বাড়তি দায়িত্ব দেয়, সেটা পালন করব।’’ বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)