ভারতীয় ন্যায় সংহিতা প্রচলনের মাধ্যমে ঔপনিবেশিক দণ্ডবিধি থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে বিচার ব্যবস্থা এখনও ‘মুক্ত নয়’ বলে মন্তব্য করলেন বিজেপির-ই সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচার ব্যবস্থা সম্পর্কে এত দিন বিরোধী দলগুলি যে অভিযোগ তুলত, এ বার ভিন্ন ভাবে হলেও যেন সেই সমালোচনার সুরই শোনা গিয়েছে অভিজিতের কথায়। আরএসএসের বাংলা মুখপত্রের সাম্প্রতিক সংখ্যায় সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। সেই সঙ্গে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির নাম করেও তিনি সরব হয়েছেন।
বিচারপতি থাকাকালীন অভিজিতের একের পর এক নির্দেশ এবং পর্যবেক্ষণ নিয়ে শোরগোল বেধেছিল রাজ্য রাজনীতিতে। পরে তিনি বিজেপির টিকিটে তমলুক থেকে লোকসভা ভোটে লড়ে সাংসদ হয়েছেন। সেই অভিজিৎই এ বার বিচার ব্যবস্থার নানা দিক নিয়ে সরব হয়েছেন। তাঁর মতে, বিচার ব্যবস্থা এখনও ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত নয়। এই সূত্রেই তাঁর তোপ, ‘কতিপয়’ বিচারপতি এখনও হয়তো নিজেদের ‘ব্রাউন সাহেব’ বলে মনে করেন! পাশাপাশি, একটি অন্য প্রশ্নে অভিজিৎ তাঁর পুরনো কর্মস্থলের দুই বিচারপতির উদাহরণ দিয়ে তাঁরা ‘কর্মজীবনে ভয়ানক গর্হিত কিছু কাজ করেছিলেন’ বলেও অভিযোগ করেছেন। অভিজিৎ সরব হয়েছেন মামলার দীর্ঘসূত্রিতা নিয়েও। তাঁর দাবি, ‘ধনী ব্যক্তিরা বড় বড় আইনজীবী দাঁড় করিয়ে তাঁদের মামলা করিয়ে নিয়ে বেরিয়ে যান, কিন্তু গরিব লোকজনের দায়ের করা মামলা পড়ে থাকে। তাঁদের মামলা শোনার কথা বিচারপতিরা ভাবেন না।’
ওই সাক্ষাৎকারেই বিচারপতি থাকাকালীন তাঁর নানা কর্মকাণ্ড, কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল-সহ নানা বিষয়েই মুখ খুলেছেন তমলুকের সাংসদ অভিজিৎ। সেই সঙ্গে বিজেপি এবং কেন্দ্র ‘এক দেশ এক নির্বাচনে’র পক্ষে যে সওয়াল করছে, তাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেও এই বিষয়ে ‘দেশ জুড়ে ঐকমত্য প্রতিষ্ঠা বেশ কঠিন’ বলেই দাবি করেছে তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)