Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Gyan Singh Sohanpal

৯৮তম জন্মদিবসে ‘চাচাকে’ শ্রদ্ধার্ঘ, খড়্গপুরে গিয়ে জ্ঞানসিংহের ছবিতে মাল্যদান দিলীপের

পশ্চিম মেদিনীপুরের রেলশহরে তো বটেই, রাজ্যের রাজনৈতিক অলিন্দে জ্ঞানসিংহ ছিলেন দলমত নির্বিশেষে সকলের ‘চাচা’। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে হারালেও ‘প্রতিদ্বন্দ্বী চাচাকে’ প্রণাম করেছিলেন দিলীপ।

‘চাচার’ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

‘চাচার’ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ২১:৩৫
Share: Save:

এককালে তাঁকে হারিয়েই বিধানসভার নির্বাচনী লড়াইয়ে জিতেছিলেন বিজেপির অধুনা সাংসদ দিলীপ ঘোষ। সেই ‘প্রাক্তন প্রতিদ্বন্দ্বীর’ ৯৮তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দিলীপ। বুধবার খড়্গপুরে গিয়ে প্রয়াত কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহনপালের ছবিতে মাল্যদান করেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের রেলশহরে তো বটেই, রাজনৈতিক অলিন্দে জ্ঞানসিংহ ছিলেন দলমত নির্বিশেষে সকলের ‘চাচা’। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে হারালেও ‘প্রতিদ্বন্দ্বী চাচাকে’ প্রণাম করেছিলেন দিলীপ। বুধবার আবার সেই রাজনৈতিক সৌজন্য দেখা গেল।

‘চাচার’ জন্মদিনে কংগ্রেসের তরফে তৃণমূল, বিজেপি, বামফ্রন্টের নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে হাজির হন দিলীপ। বিজেপির এই সাংসদ ছাড়াও কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়, তৃণমূলের প্রদীপ সরকার, সিপিআইয়ের বিপ্লব ভট্ট এই কর্মসূচিতে হাজির থেকে ‘চাচাকে’ শ্রদ্ধা জানান। দিলীপ বলেন, ‘‘এই রাজনৈতিক অসহিষ্ণু সময়ের ঊর্ধ্বে উঠে খড়্গপুরে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জ্ঞানসিংহ সোহনপালের ৯৮তম জন্মদিবস পালনে উপস্থিত থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলাম।’’

নিজের রাজনৈতিক জীবনে দশ বার বিধায়ক হয়েছিলেন জ্ঞানসিংহ। ২০১৭ সালের ৮ অগস্ট ৯২ বছর বয়সে প্রয়াত এই অকৃতদার রাজনীতিক। তাঁর দল কংগ্রেসের প্রবীণ নেতা অমল দাস বলেন, ‘‘এই দিনটি সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয়। বুধবার দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজেপি সাংসদ-সহ বিভিন্ন দলের নেতৃত্বরা হাজির থেকে চাচাকে শ্রদ্ধা জানান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE