পশ্চিমবঙ্গের বিধায়কদের কাছে ভোট চাইতে কলকাতায় আসবেন দ্রৌপদী মুর্মু। তাই নিজেদের বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি পরিষদীয় দল। আগামী শনিবার কলকাতা এসে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেতে পারেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী। ওই দিন বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মিলিত হবেন তিনি। তার আগে শুক্রবার বিজেপির সব বিধায়ককে কলকাতায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভায় ভোটে ৭৭ জন বিধায়ক জয়ী হলেও, বর্তমানে বিজেপি বিধায়ক সংখ্যা ৭০। পাঁচ জন দলছুটকে বাদ দিয়েই রাষ্ট্রপতি নির্বাচনের ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। তাই হাতে থাকা বিধায়কদের দ্রৌপদীর সামনে হাজির করাতে চায় বিজেপি পরিষদীয় দল। ওই দিন বিধানসভার নৌসার আলি কক্ষে দ্রৌপদীর সঙ্গে মিলিত হবেন বিজেপি বিধায়করা। রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতি বিধায়কের ভোটের পরিমাণ ১৫১। তাই ৭০ জন বিধায়কের ভোট নিশ্চিত করাই আপাতত লক্ষ্য বিজেপির।
শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বিধানসভায় আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদেরও বিধানসভায় আসার নির্দেশ দিয়েছেন তিনি। দ্রৌপদী কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর দলের বিধায়কদের কাছে ভোট চাইবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।