Advertisement
E-Paper

এসআইআরে ‘হয়রানি’ নিয়ে পাল্টা তত্ত্ব বিজেপির! মমতাই শুনানির ডাক পাঠিয়ে ‘হেনস্থা’ করাচ্ছেন, তোপধ্বনি নবীনের

মমতা যে তাঁর বুধবারর দিল্লি সফর বাতিল করেছেন, সে খবর নিতিনের কাছে তখনও ছিল না। তাই দুর্গাপুরের ভাষণে নিতিন বলেন, ‘‘তিনি এখন দিল্লি গিয়ে কাঁদছেন। বলছেন নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪১
BJP President’s counter salvo in SIR ‘Harassment’ issue, Mamata deliberately creating problems by sending hearing notices through state officials, Says Nitin

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। নিতিন নবীন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসআইআরের জেরে ‘হয়রানি’ সংক্রান্ত তত্ত্ব আগেই মেনে নিয়েছে বিজেপি। ‘হয়রানি ছাড়া কোনও কাজই সম্ভব নয়’ বলে দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি মন্তব্য করেছেন। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি সে প্রসঙ্গে অন্য পথে হাঁটলেন। জনসাধারণের ‘হয়রানি’ বা ‘হেনস্থা’র যাবতীয় দায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপালেন নিতিন নবীন। বুধবার দুর্গাপুরে বিজেপির কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নিতিনের তোপ, ‘‘মমতাদিদি, আপনি নিজে খেলা দেখাচ্ছেন। রাজ্যের মানুষকে হেনস্থা করছেন।’’ রাজ্য সরকারের যে আধিকারিকেরা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়েছেন নিতিন।

বিজেপি সভাপতি বলেছেন, ‘‘এসআইআরের যে কাজ চলছে, তাতে মমতাদিদি খেলা দেখাতে চাইছেন।’’ এসআইআর সংক্রান্ত প্রতিবাদ নির্বাচন কমিশনে নথিভুক্ত করতে বুধবার মমতার দিল্লি যাওয়ার কথা ছিল। নিতিন সে কথা জানতেন। কিন্তু বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর জেরে মমতা তাঁর সফর যে বাতিল করেছেন, সে খবর নিতিনের কাছে ছিল না। তাই দুর্গাপুরের ভাষণে নিতিন বলেন, ‘‘তিনি এখন দিল্লি গিয়ে কাঁদছেন। বলছেন নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না।’’ এর পরেই জনসাধারণের ‘হেনস্থা’র দায় মমতার উপরে চাপিয়ে পাল্টা তত্ত্ব খাড়া করেন নিতিন। বলেন, ‘‘কমিশনের লোক হিসাবে তো আপনার ডিএম, এসপি, এসডিও-রা এখানে বসে আছেন। আপনি তাঁদের পুতুল হিসাবে ব্যবহার করছেন। আপনি নিজে খেলা দেখাচ্ছেন আর এখানকার মানুষকে হেনস্থা করছেন।’’ বিজেপি সভাপতির কথায়, ‘‘এখানকার যুবকদের, ভদ্রলোকেদের, চিকিৎসকদের আপনি ডিএম অফিসে, এসডিও অফিসে ডেকে পাঠিয়ে হেনস্থা করছেন। আর বলছেন নির্বাচন কমিশন করছে!’’

নির্বাচন কমিশন শুধুমাত্র অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বার করার ‘সঙ্কল্প’ নিয়েছে বলে নিতিন মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘যাঁরা পশ্চিমবঙ্গের নয়, যাঁরা বাংলাদেশ থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছেন, এই রাজ্যের মাটিতে তাঁদেরকে কোনও অধিকার আমরা পেতে দেব না। পশ্চিমবঙ্গে অধিকার শুধু পশ্চিমবঙ্গের মানুষের।’’ রাজ্য সরকারের পদস্থ আধিকারিকদের উদ্দেশেও হুঁশিয়ারি শোনা গিয়েছে বিজেপি সভাপতির ভাষণে। তিনি বলেন, ‘‘জেলাশাসক, মহকুমাশাসক এবং অন্য আধিকারিকদের আমি স্পষ্ট বলছি, এই সরকার আর কিছু দিনের। এই সরকারের পুতুল হয়ে কাজ করবেন না।’’ রাজ্যের আধিকারিকদের উদ্দেশে বিজেপির সর্বভারতীয় সভাপতির পরামর্শ, ‘‘আপনারা প্রশাসনের লোক। আপনারা সঠিক দিশায় কাজ করুন। সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার লক্ষ্যে কাজ করুন। জনতা আপনাদের পাশে থাকবে।’’

Nitin Nabin BJP President West Bengal Politics SIR CM Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy