E-Paper

মনোনয়ন প্রত্যাহারে এখনও শীর্ষে বিজেপি

রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত বৈধ মনোনয়নের মোট সংখ্যা ছিল ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি। যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় বাদ গিয়েছিল ৩১৬৪টি মনোনয়ন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০৭:০৯
BJP.

—প্রতীকী ছবি।

রাজ্যে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ভোটে সোমবার রাত পর্যন্ত ৪৮৭১টি মনোনয়ন প্রত্যাহার হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে এ দিন রাজ্য নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তা সোমবারের। তাদের বক্তব্য, মঙ্গলবার রাত পর্যন্ত মোট কত মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে তা আজ, বুধবার জানা যাবে। তাই কতগুলি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে তার হিসাব মোট মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা জানার পরেই বোঝা যাবে। এ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারে শীর্ষে বিজেপি।

কমিশন সূত্রের খবর, সোমবার রাত পর্যন্ত বিজেপি ১৫০৩টি মনোনয়ন প্রত্যাহার করেছে। তৃণমূল প্রত্যাহার করেছে ১১০৭টি। সিপিএম ১০০৬টি, নির্দল ৬৭০, কংগ্রেস ৩৮৩, অন্যান্যরা ১৬১টি এবং ৩৭টি মনোনয়ন প্রত্যাহার করেছে ফরওয়ার্ড ব্লক। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের গত পঞ্চায়েত ভোটে প্রায় ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। কমিশনের খবর. রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত বৈধ মনোনয়নের মোট সংখ্যা ছিল ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি। যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় বাদ গিয়েছিল ৩১৬৪টি মনোনয়ন।

এ দিকে, মনোনয়ন প্রত্যাহার করতে এ দিন অনেক জায়গায় চাপসৃষ্টি করাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যদিও কমিশনের দাবি, অশান্তি প্রতিরোধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কমিশনের কাছে আসা পুলিশ রিপোর্ট অনুযায়ী, সোমবার পর্যন্ত ভোটে গোলমাল পাকাতে পারে, এমন ৫১৩০ জনকে আটক করা হয়েছ। অশান্তির ঘটনা ঘটেছে ৬৮টি। আহতের সংখ্যা ১৩২। ৪২৫৯টি জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। লাইসেন্স থাকা ১৩,৮৯০টি অস্ত্র আপাতত হেফাজতে নিয়েছে পুলিশ। বেআইনি অস্ত্র উদ্ধারের সংখ্যা ৫৭। গুলি ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৩০৯টি। কমিশনের দাবি, যত অভিযোগ আসছে, তার দ্রুত নিষ্পত্তি এবং পদক্ষেপের সবিস্তার রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

WB Panchayat Election 2023 BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy