শেষ পর্বে জোর কদমে চলছে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। নতুন নির্বাচকমণ্ডলীকে সদস্য করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে দল। দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে। সদস্য সংগ্রহ করতে কখনও তিনি ছুটে যাচ্ছেন সেক্টর ফাইভে। সেখানে তথ্য প্রযুক্তি কর্মচারীদের সদস্য করছেন। কখনও তিনি যাচ্ছেন স্কুল-কলেজের বাইরে, মেট্রো স্টেশন, শপিং মল, বিনোদন পার্কে। এ বার সদস্য সংগ্রহ করতে ইন্দ্রনীল পৌঁছে গিয়েছিলেন কফি হাউজ়ে। কলেজ স্ট্রিটে বুধবার কলেজ পড়ুয়া থেকে বিভিন্ন বয়সীদের সদস্য সংগ্রহ করান তিনি। পরে তাঁর দাবি, “মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ও ভাল সাড়া পেয়েছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)