Advertisement
০৭ মে ২০২৪
Hanshkhali

Hanshkhali: হাঁসখালি যাবেন যোগীর রাজ্যের মন্ত্রী, পাঁচ সদস্যের সত্যানুসন্ধান কমিটি গড়লেন নড্ডা

এর আগে বগটুই-কাণ্ডেও একই পদক্ষেপ করেছিলেন নড্ডা। পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘুরে আসে রামপুরহাটের ওই গ্রাম। রিপোর্টও জমা পড়েছে।

উত্তরপ্রদেশের মন্ত্রী বেবিরানি মৌর্যর পাশাপাশি কমিটিতে আছেন বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

উত্তরপ্রদেশের মন্ত্রী বেবিরানি মৌর্যর পাশাপাশি কমিটিতে আছেন বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১২:১৯
Share: Save:

বগটুইয়ের পরে হাঁসখালিতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবে বিজেপি। বুধবারই একটি কমিটি গড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই কমিটিতে যেমন যোগীর রাজ্যের মন্ত্রীর রয়েছেন, তেমনই আছেন উত্তরপ্রদেশের এক সাংসদ। বাংলার প্রতিনিধি হিসেবে ওই কমিটিতে রয়েছেন ইংরেজবাজারের বিধায়ক।

এর আগে বগটুই-কাণ্ডেও একই পদক্ষেপ করেছিলেন নড্ডা। পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘুরে আসে রামপুরহাটের ওই গ্রাম। সে রিপোর্টেও নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমা দিয়েছে কমিটি। এ বার একই পথে হাঁসখালিকেও জাতীয় রাজনীতির অঙ্গনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নড্ডার তৈরি কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, রাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য। এ ছাড়াও রাখা হয়েছে তামিলনাড়ুর বিধায়ক তথা মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। রয়েছেন মহারাষ্ট্র বিজেপি-র নেত্রী খুশবু সুন্দর এবং বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

এই কমিটি ঘোষণা হওয়ার পরে শ্রীরূপা আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আমি মঙ্গলবারই হাঁসখালি ঘুরে এসেছি। দেখেছি, নির্যাতিতার পরিবারের লোকেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দিনদুপুরে যে জঘন্য ঘটনা ঘটেছে, এর পরে ওই পরিবারের উপর দিয়ে যা গিয়েছে তা মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভয়ও পাচ্ছেন।’’ নতুন তৈরি হওয়া কমিটি কবে হাঁসখালি যেতে পারে? শ্রীরূপা বলেন, ‘‘কিছু ক্ষণ আগেই কমিটি গঠন হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধি রয়েছেন। সকলের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই দিনক্ষণ ঠিক করে ফেলা হবে।’’

হাঁসখালি তদন্তের ভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাই কোর্ট। তদন্ত শুরুও হয়ে গিয়েছে। এর পরেও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন? জবাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সিবিআই তাদের মতো করে তদন্ত করবে। বিজেপি তদন্তে নাক গলাবে না। কিন্তু রাজ্যের পরিস্থিতি ঠিক কেমন, তা গোটা দেশের জানা উচিত। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এসে দেখে গেলে সবাই জানতে পারবেন, বাংলায় কেমন অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hanshkhali BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE