বিধায়ক তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্না দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য, “আমার কাজের সঙ্গে না-পেরে তহবিলের টাকা না-দিয়ে শিলিগুড়ির মানুষের উন্নয়ন আটকে রাখছে সরকার। শিলিগুড়ির মানুষের বঞ্চনাকে হাতিয়ার করে আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল।” যদিও শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব পাল্টা বলেছেন, “উনি কোথায়, কাকে কত টাকা দিয়েছেন জানি না। তহবিলের টাকা পেতে হলে নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়। এখন ভোট আসছে, তাই রাজনীতি করছেন।” প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সরকারের প্রথম দফায় তহবিল সংক্রান্ত অভিযোগ নিয়ে বিধানসভার ফটকের সামনে ধর্নায় বসেছিলেন সিউড়ির তৎকালীন তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)