সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে রাজ্য বিজেপিতে। বুথ, মণ্ডলের পর এ বার জেলা সভাপতি নির্বাচনের পালা। দলীয় সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন্ড, কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়—এই পাঁচ জনের হাতেই থাকবে নতুন জেলা সভাপতি বেছে নেওয়ার ক্ষমতা। তাঁদের সহযোগিতা করবেন ‘স্টেট রিটার্নিং অফিসার’ (এসআরও) দীপক বর্মণ।
বিজেপির বিধাননগর দফতরে চলছে সম্ভাব্য জেলা সভাপতিদের নাম সংগ্রহের পালা। তার প্রথম দিন ছিল শনিবার, প্রক্রিয়া চলবে আজ, রবিবারও। ‘ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার’ (ডিআরও) ও পর্যবেক্ষকেরা যৌথ ভাবে প্রতিটি সাংগঠনিক জেলা থেকে অন্তত তিন জন সম্ভাব্য জেলা সভাপতিদের নাম জমা দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, এ দিন উত্তরবঙ্গের নানা জেলা, কাঁথি, তমলুক, শ্রীরামপুরের মতো সাংগঠনিক জেলা থেকে তালিকা সংগ্রহের এই প্রক্রিয়া শেষ হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আজ তালিকা সংগ্রহ করা হতে পারে। দলীয় সূত্রের খবর, তিন জন করে সম্ভাব্য সভাপতির নাম চাওয়া হলেও একাধিক জেলায় এই তালিকা দুই অঙ্কে পর্যন্ত পৌঁছে গিয়েছে। তালিকা সংগ্রহের পরে এসআরও-র সহযোগিতায় ওই পাঁচ সদস্যের কমিটি জেলা সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বয়স-নীতিতে জেলা সভাপতিদের বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর রাখা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)