Advertisement
E-Paper

নবান্নে বোমাতঙ্ক

জঙ্গি গোষ্ঠীর নাম করে আসা উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল নবান্নে। রবিবার রাত ৯টা নাগাদ লালবাজারের ১০০ ডায়ালে ফোন করে জানানো হয়, নবান্নে বোমা রাখা আছে।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:৪৪
বোমাতঙ্কের খবরে রাতেই পাহারা বাড়ানো হয় নবান্নের। রবিবার। ছবি: শৌভিক দে

বোমাতঙ্কের খবরে রাতেই পাহারা বাড়ানো হয় নবান্নের। রবিবার। ছবি: শৌভিক দে

জঙ্গি গোষ্ঠীর নাম করে আসা উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল নবান্নে। রবিবার রাত ৯টা নাগাদ লালবাজারের ১০০ ডায়ালে ফোন করে জানানো হয়, নবান্নে বোমা রাখা আছে। যে-কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। দ্রুত পৌঁছে যান হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ এবং কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ডগ ও বম্ব স্কোয়াড তল্লাশি চালিয়ে কিছু পায়নি। রাতে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভুয়ো ফোনটি যিনি করেছেন, তাঁকে পুলিশ চিহ্নিত করেছে।

Nabanno Bomb Scare
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy