Advertisement
E-Paper

রাজ্যের পর্যটন বিজ্ঞাপনে শাহরুখ

যে ভাবে অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনের মাধ্যমে গুজরাত জায়গা করে নিয়েছে দেশের পর্যটন মানচিত্রে, সে ভাবেই শাহরুখ খানের হাত ধরে পশ্চিমবঙ্গের পর্যটনের উন্নয়ন করতে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘শাহরুখের সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি হয়েছেন। জুলাই থেকে রাজ্যের নানা জায়গায় শ্যুটিং হবে শাহরুখকে নিয়ে।’’ শাহরুখ এ রাজ্যের অ্যাম্বাস্যাডরও। গুজরাতে যে সংস্থা অমিতাভ বচ্চনকে দিয়ে কাজ করিয়েছিল তারাই শাহরুখ খানকে দিয়ে এ রাজ্যে কাজ করাবে বলে জানান পর্যটন মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০১:২৪

যে ভাবে অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনের মাধ্যমে গুজরাত জায়গা করে নিয়েছে দেশের পর্যটন মানচিত্রে, সে ভাবেই শাহরুখ খানের হাত ধরে পশ্চিমবঙ্গের পর্যটনের উন্নয়ন করতে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘শাহরুখের সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি হয়েছেন। জুলাই থেকে রাজ্যের নানা জায়গায় শ্যুটিং হবে শাহরুখকে নিয়ে।’’ শাহরুখ এ রাজ্যের অ্যাম্বাস্যাডরও। গুজরাতে যে সংস্থা অমিতাভ বচ্চনকে দিয়ে কাজ করিয়েছিল তারাই শাহরুখ খানকে দিয়ে এ রাজ্যে কাজ করাবে বলে জানান পর্যটন মন্ত্রী।

শুক্রবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্য পর্যটন উৎসবের উদ্বোধনে এসে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন শিল্পের উন্নয়নের জন্য তৎপর। পর্যটন শিল্পে রোজগারের ব্যাপক সুযোগ রয়েছে। পর্যটন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানান ‘রাজ্য ট্র্যাভেল এজেন্ট’ সংস্থার যুগ্ম সচিব প্রবীর সিংহরায়ও। স্বরাষ্ট্র দফতর ও পর্যটন দফতরের মধ্যে আলোচনার মাধ্যমে কিছু ট্যুরিস্ট পুলিশও নিয়োগ করার কথা চলছে। তাঁরা জায়গায় জায়গায় পর্যটকদের সাহায্য করবেন।

স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের বরফ গলেছে। ঘটনাচক্রে, তার কয়েক দিনের মধ্যেই বাংলার পর্যটনের উন্নয়নের প্রসঙ্গে গুজরাতের উদাহরণ টেনেছেন ব্রাত্য বসু এবং সাধন পাণ্ডে। তবে তাঁরা অবশ্য এটাও জানিয়েছেন যে গুজরাতকে তাঁরা ‘মডেল’ করছেন না।

গুজরাতের সোমনাথ মন্দিরের সামনে দাঁড়ানো বিগ বি-কে বিজ্ঞাপনে দেখেছে সারা দেশ।

এ বার দার্জিলিং-এর পাহাড় বা দিঘার সমুদ্র সৈকতে কিং খানকে দেখার অপেক্ষা।

Bratya Basu Shahrukh Khan West Bengal tourism SRK amitabh bachchan Gujrat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy