Advertisement
E-Paper

টুকরো খবর

ভারতে চিনা ভাষার প্রসারে সক্রিয় ভূমিকা নেওয়া ও ভারত-চিন সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য বিশ্বভারতীর চিনা ভাষা বিভাগকে ‘পঞ্চশীল বন্ধুত্ব পুরস্কার’ দিচ্ছে চিন সরকার। কাল চিনের রাষ্ট্রপতি শি চিনফিংয়ের হাত থেকে ওই পুরস্কার নেবেন বিশ্বভারতীর চিনা ভাষার বিভাগীয় প্রধান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২৩

বিশ্বভারতী পাচ্ছে চিনা পুরস্কার

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

ভারতে চিনা ভাষার প্রসারে সক্রিয় ভূমিকা নেওয়া ও ভারত-চিন সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য বিশ্বভারতীর চিনা ভাষা বিভাগকে ‘পঞ্চশীল বন্ধুত্ব পুরস্কার’ দিচ্ছে চিন সরকার। কাল চিনের রাষ্ট্রপতি শি চিনফিংয়ের হাত থেকে ওই পুরস্কার নেবেন বিশ্বভারতীর চিনা ভাষার বিভাগীয় প্রধান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নিয়োগে দুর্নীতি থেকে ছাত্রী নির্যাতন একের পর এক অভিযোগে যখন মলিন হচ্ছে বিশ্বভারতীর ভাবমূর্তি, তখন চিনের ওই পুরস্কারে কিছুটা হলেও ক্ষত মেরামত হল বলে মনে করা হচ্ছে। রবীন্দ্রনাথের উদ্যোগে ১৯৩৭ সালে বিশ্বভারতীতে চিনা ভাষা বিভাগ শুরু হয়েছিল। তার পর থেকে পঠন-পাঠন চলছে ওই বিভাগে। আট বছর আগে চিনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষরের পরে দু’দেশের ঘনিষ্ঠতা বেড়েছে, বেড়েছে যোগাযোগও। ভারতে চিনা ভাষা বিস্তারে বিশ্বভারতীর ওই উদ্যোগকে স্বীকৃতি দিতে পুরস্কারটি দিচ্ছে চিন সরকার। ১৯৩৮ সালে জাপানের সঙ্গে লড়াইয়ে চিনা জনগণকে সাহায্য করার কৃতজ্ঞতা হিসেবে ‘বন্ধুত্ব পুরস্কার’ তুলে দেওয়া হচ্ছে প্রয়াত চিকিৎসক দ্বারকানাথ কোটনিসের পরিবারের হাতেও। এ ছাড়া ওই পুরস্কার পাচ্ছে ভারত-চিন মৈত্রী সংস্থার হায়দরাবাদ ও বেঙ্গালুরু শাখা।

সারদার জমির দখল ইডি-র

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মালদহ এবং মুর্শিদাবাদে সারদা গোষ্ঠীর কয়েকটি জমির দখল নিল ইডি। বৃহস্পতিবার জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ইডির অফিসাররা যান মালদহের ইংরেজবাজারের টিয়াকাটিতে। সেখানে সারদার ৮টি এবং লক্ষ্মীপুর মৌজার ৩টি জমির দখল নিয়ে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। জমিগুলির বাজার দর কয়েক কোটি টাকা। মুর্শিদাবাদে সারদার প্রায় ৭ একর জমির দখল নিয়েছে ইডি। ৩ বছর আগে মুর্শিদাবাদে আবাসন, হোটেল তৈরির জন্য লালবাগের নাকুড়তলায় প্রায় সাত একর জমি কেনে সারদা।

অশোকের বই

ভাঙন কোনও সমাধান নয়। ঐক্য বজায় রেখেই দেশের বিভিন্ন জাতিসত্তার বিকাশের দাবিগুলি পূরণ করা সম্ভব। বামপন্থী দৃষ্টিভঙ্গিতে এই বিষয় নিয়ে বই লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বিভাজনের রাজনীতি সদ্য সমাপ্ত লোকসভা ভোটকে কী ভাবে প্রভাবিত করেছে, নানা তথ্য সহযোগে সে প্রসঙ্গও তিনি আলোচনা করেছেন ওই বইয়ে। লেখক যে হেতু উত্তরবঙ্গের মানুষ, তাই অসম এবং উত্তর পূর্ব ভারতের ছোট ছোট জনজাতির পরিচিতি সত্তার প্রশ্নটি তিনি দার্জিলিং তথা উত্তরবঙ্গের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন। প্রত্যাশিত ভাবেই বইয়ের নাম দিয়েছেন ‘ভাগ ও বিভাজনের রাজনীতি’। কলকাতা প্রেস ক্লাবে বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পবিত্র সরকার।

রায় আজ

আজ, শুক্রবার লাভপুর গণধর্ষণ মামলার রায় শোনাবে বোলপুর আদালত। বৃহস্পতিবারই ওই মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে। সরকারি আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরীর এজলাসে এত দিন ওই মামলার শুনানি চলছিল। এ দিন সওয়াল-জবাবের শেষে বিচারক জানিয়ে দেন, পরের দিনই রায় শোনানো হবে।” গত ২২ জানুয়ারি লাভপুরের সুবলপুরের এক আদিবাসী তরুণী থানায় গ্রামের মাঝি-হাড়াম-সহ ১৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। ওই তরুণীর দাবি, ভিন্ জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার ‘অপরাধে’ তাঁর উপর সারা রাত ধরে অত্যাচার চালানো হয়। পরের দিন সালিশি বসিয়ে মাঝি-হাড়াম তরুণীকে ধর্ষণের নিদানও দেন। ওই ঘটনায় সারা দেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। এমনকী, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাও রুজু করেছিল। পরে রাজ্য সরকারকে নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছিল।

কৃষক সমাবেশ

কৃষকের দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীন বলে অভিযোগ তুলে আজ, শুক্রবার পথে নামছে আরএসএস-এর কৃষক সংগঠন ‘ভারতীয় কিষাণ সঙ্ঘ’। আজ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে তাঁরও হস্তক্ষেপ চাইবে তারা। সঙ্ঘের রাজ্য সভাপতি নন্দলাল কাট বলেন, “মুখ্যমন্ত্রীকে আমরা গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছিলাম। রাজ্যের ৪২ জন সাংসদকেও জানিয়েছিলাম। কিন্তু এ ব্যাপারে কারও কোনও মাথা ব্যথা নেই।” তাঁর অভিযোগ, চাষিদের দুর্দশা বাড়ছে ও তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নোংরা রাজনীতি করছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy