উত্তরবঙ্গের দুই সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। ফিরে যেতে গিয়েও বিপাকে পড়লেন তাঁরা। ও পারে তাঁদের আটকে দিল বিজিবি-ও। ফলে আপাতত ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকে অনুপ্রবেশকারীরা।
মঙ্গলবার রাতে কোচবিহারের শীতলকুচি ও সিতাই সীমান্ত দিয়ে এ রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করেন ১৩ জন বাংলাদেশি। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটকে দেয় ৭৮ নম্বর ব্যাটালিয়নের সিতাই-পদ্মা বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা। সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাধা পেয়ে অনুপ্রবেশকারীরা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময় তাঁদের আটকে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-ও।
দু’পারে বাধা পেয়ে অনুপ্রবেশকারীরা নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েছেন। বিএসএফ সূত্রে খবর, তাঁরা যাতে কোনও ভাবে এ পারে ঢুকতে না পারেন, তার জন্য সীমান্তে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বাহিনী। ও পারে কড়া প্রহরায় বিজিবি-ও।
বাংলাদেশে অস্থিরতার আবহে রাজ্যে লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছিল। বিএসএফ জানিয়েছে, তারা এর মোকাবিলাও করেছে। বহু অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছেন। ওই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারিও বাড়িয়েছে কেন্দ্র। সজাগ রয়েছে বাহিনীর টহলদারি, নাকা এবং নজরদারির চৌকি। কেন্দ্র পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২৬০১ জন বাংলাদেশি ধরা পড়েছেন। সব চেয়ে বেশি ধরা পড়েছেন গত বছরের অক্টোবরে। ওই মাসে ৩৩১ জন বাংলাদেশিকে পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী।