প্রায় চার বছর আগে হাসপাতালে ভর্তি রোগীদের ব্লাড ব্যাঙ্ক থেকে বিনামূল্যে রক্ত দিতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেখানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে পোস্টার দিয়ে জানানো হয়েছে, রক্ত পেতে হলে হয় ডোনার কার্ড লাগবে, নয় হাসপাতালে ভর্তি রোগীদের ‘প্রসেসিং চার্জ’ দিতে হবে।
হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুদীপ ধীবরের দাবি, নিয়ম মেনেই হাসপাতালে ভর্তি রোগী বা তাঁদের আত্মীয়দের কাছ থেকে রক্তের জন্য ‘ডোনার’ কার্ড চাওয়া হচ্ছে। কার্ড দিতে না পারলে নির্দিষ্ট হারে ‘প্রসেসিং চার্জ’ নেওয়া হচ্ছে। যদিও রাজ্যের যুগ্ম অধিকর্তা (ব্লাড সেফটি) স্বপন সরকার বলেন, ‘‘সরকারি হাসপাতালের রোগীদের জন্য কোনও অবস্থাতেই সরকারি ব্লাড ব্যাঙ্ক প্রসেসিং ফি নিতে বা ডোনার কার্ড চাইতে পারে না।’’
এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘‘বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর জন্য সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিতে এলে প্রসেসিং ফি লাগে। কিন্তু সরকারি হাসপাতালের রোগীর জন্য পুরোটাই বিনামূল্যে।’’ সে কথা জানিয়ে সুদীপবাবুকে ফের প্রশ্ন করা হলে তাঁর দাবি, ‘‘যত দূর মনে পড়ে, সাত-আট মাস আগে নতুন নির্দেশিকায় প্রসেসিং ফি নিতে বলা হয়েছিল। তবে সে নির্দেশ হাতের কাছে নেই। কোথাও ভুল হয়েছে, তা-ও হতে পারে।’’