অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালি বিবি-সহ বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা ছ’জনকে ভারতে ফেরানোর নির্দেশ অমান্য করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মঙ্গলবার গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলা সংক্রান্ত তথ্য কেন্দ্রের কাছে পাঠাবেন মামলাকারীরা। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাবে কেন্দ্র। কোর্ট আরও জানিয়েছে, আগের নির্দেশের পরিপ্রেক্ষিতে সোনালিদের দেশে ফেরাতে কেন্দ্র কী পদক্ষেপ করেছে, তাও কোর্টে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৮ নভেম্বর।
দিল্লি থেকে পাকড়াও করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে সোনালি-সহ ৬ জনকে কেন্দ্র জোর করে বাংলাদেশে পাঠিয়েছিল। সোনালির পরিবার কোর্টে মামলা করলে জানা যায়, সোনালি-সহ ৬ জনই ভারতীয় নাগরিক। ‘পুশ ব্যাক’ করার সময় সোনালি অন্তঃসত্ত্বা ছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হওয়ার পর ২৬ সেপ্টেম্বর সোনালি-সহ ৬ পরিযায়ী শ্রমিককে চার সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই সময়সীমা পেরিয়ে গেলেও সোনালিরা বাংলাদেশে আছেন। ‘অনুপ্রবেশের’ অভিযোগে সে দেশের জেলে বন্দি। কোর্টের নির্দেশ মতো কেন্দ্র সোনালিদের ফিরিয়ে না-আনায় সোনালির বাবা ভদু শেখ এবং সুইটি নামে এক পরিযায়ী শ্রমিকের মামাতো ভাই আমির খান দু’টি পৃথক আদালত অবমাননার মামলা করেছেন।
এ দিন শুনানির জন্য উঠলে সোনালির পরিবারের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী অভিযোগ করেন, কোর্টের নির্দেশের পরেও কেন্দ্র পদক্ষেপ করেনি। হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্র। তবে সেই আবেদনপত্রে ত্রুটি থাকায় মামলার শুনানির নির্দিষ্ট সময় দেয়নি সুপ্রিম কোর্ট। এ দিকে, এ দিন হাই কোর্ট অবমাননার মামলা গ্রহণ করার পরে সোনালির মামাতো ভাই রকি শেখ বলেন, ‘‘কোর্টের রায়ে স্বস্তি পেলাম। দিদির গর্ভস্থ সন্তানকে নিয়েই থেকে বেশি চিন্তা।’’ সুইটির ভাই আমির বলেন, ‘‘গত বার যা হল, তাতে দিদিরা না ফেরা পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না। আশা করি, এ বারে আদালতের নির্দেশে কাজ হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)