Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nishith Pramanik

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে গ্রেফতার নয়, দু’টি চুরির মামলায় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

দু’টি সোনার দোকানে চুরির দু’টি আলাদা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত।

নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।

নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২১:০০
Share: Save:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার এই নির্দেশ দেন উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

দু’টি সোনার দোকানে চুরির দু’টি আলাদা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। আলিপুরদুয়ারের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (থার্ড কোর্ট) কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন নিশীথ। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল উচ্চ আদালত।

আইনজীবীরা জানান, দু’টি চুরির ঘটনাই ঘটে ২০০৯ সালে। আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার জানান, আলিপুরদুয়ার থানায় ২০০৯ সালে আলাদা ভাবে দু’টি মামলা হয়। ওই দু’টি মামলায় নিশীথ প্রামাণিক-সহ আরও কয়েক জন অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে দোকানগুলিতে ঢুকে চুরির অভিযোগ রয়েছে। নিশীথ সাংসদ হওয়ার পরে, মামলা দু’টি উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে চলে যায়। তার পরে, আবার আলিপুরদুয়ার আদালতে ফেরত আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nishith Pramanik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE