স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দুর্নীতি মামলার জেরে চাকরিহারা একদল শিক্ষক-শিক্ষিকাকে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদানের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশ, অষ্টম দফার কাউন্সেলিং আসন্ন। তার পরের দফার কাউন্সেলিংয়ে এই মামলাকারীরা যোগ দিতে পারবেন। তবে বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, মেধাতালিকার নির্দিষ্ট ক্রম মেনে কাউন্সেলিংয়ের সুযোগ মিলবে এবং কোনও চিহ্নিত অযোগ্য বা ‘দাগি’ প্রার্থীকে সুযোগ দেওয়া যাবে না। প্রসঙ্গত, এর আগেও হাই কোর্টের নির্দেশে মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের চাকরিহারাদের একাংশ উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদানের সুযোগ পেয়েছিলেন।
মামলাকারীদের আইনজীবী এক্রামুল বারি কোর্টে দাবি করেছিলেন, পরীক্ষায় পাশ করার পরেও সরকারি পদে নিযুক্ত থাকায় তাঁর মক্কেলরা কাউন্সেলিংয়ে যোগ দিতে পারেননি। আসন্ন কাউন্সেলিংয়ে যাতে সুযোগ দেওয়া হয়, সেই আর্জি জানান তিনি। এ বিষয়ে হাই কোর্টেরই একটি রায়ের উল্লেখ করেন আইনজীবী। এসএসসি-র আইনজীবী সুতনুকুমার পাত্র দাবি করেন যে কাউন্সেলিংয়ে ডাক পেয়েও মামলাকারীরা যোগ দেননি। তারপর সাত দফার কাউন্সেলিংয়ের পরে এসে মামলা করেছেন। একবার কাউন্সেলিংয়ে না-গেলে পরে আর সুযোগ দেওয়া হয় না। যদিও দু’পক্ষের বক্তব্য শোনার পরে এবং এ বিষয়ে অন্যান্য রায় বিবেচনা করে কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার অনুমতি দেন বিচারপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)