নিয়ম না মেনে এক যুবককে গ্রেফতারের জন্য এক পুলিশ অফিসারের ‘রুল’ জারি করেছে কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বিচারপতি বিভাস পট্টনায়কের নির্দেশ, কেন নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি, সে ব্যাপারে নদিয়ার হাঁসখালি থানার ওই সাব-ইন্সপেক্টরকে জবাবদিহি করতে হবে কোর্টে।
এর পাশাপাশি রানাঘাট পুলিশ জেলার এসপিকে ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ধৃত যুবককে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি পট্টনায়ক। মামলার পরবর্তীশুনানি ২৭ জুন।
আদালতের খবর, মামলাকারী যুবককে গ্রেফতার করেছিল হাঁসখালি থানা। সেই মামলায় জামিন চেয়ে কোর্টের দ্বারস্থ হন তিনি। যুবকের আইনজীবী অভিযোগ করেন, গ্রেফতার করার সময় গ্রেফতারের কারণ দেখানো হয়নি এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে, গ্রেফতারের নথিতে সাক্ষীর সই নেওয়া হয়নি। এই যুক্তিকে গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে জামিনের আর্জি জানান আইনজীবী। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও ব্যক্তিকে গ্রেফতারের নথিতে ‘সাক্ষী’ হিসেবে ধৃতের পরিবারের কোনও সদস্য বা সংশ্লিষ্ট এলাকার কোনও নাগরিকের সই নিতে হবে পুলিশকে। ওই নথিতে গ্রেফতারের তারিখ ও সময়ের উল্লেখ থাকতে হবে এবং ধৃতেরও সই থাকতে হবে। এই মামলায় বিচারপতি পট্টনায়কের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা পালনে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট পুলিশ অফিসার।
রাজ্যের কৌঁসুলি দেবাশিস রায়ও কোর্টে মেনে নেন যে গ্রেফতারির নথিতে গাফিলতি আছে। সেই কারণে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে রুল জারি হওয়া উচিত। শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া উচিত। গ্রেফতারি ঠিক না হওয়ায় জামিনের বদলে আইন অনুযায়ী মুক্তি পাওয়া উচিতধৃত যুবকের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)