সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ‘বোর্ড অফ ডিরেক্টর্স’-এর নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। হুগলি জেলার ওই সমবায়ে এখনই আর ‘বোর্ড অফ ডিরেক্টর্স’ নির্বাচন করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী। কয়েক মাস আগেই ওই সমবায়ে নির্বাচন হয়েছে। হয়েছে ‘বোর্ড অফ ডিরেক্টর্স’-এর নির্বাচনও। এই অবস্থায় কেন আবার নতুন করে নির্বাচন করতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলল হাই কোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, কী এমন হল, যে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন করার সিদ্ধান্ত নিল রাজ্য সমবায় কমিশন?
গত ১৪ ফেব্রুয়ারি ওই সমবায়ে ভোটগ্রহণ হয়। তার পর ১৩ মার্চ সমবায়ের ‘বোর্ড অফ ডিরেক্টর্স’ নির্বাচনও হয়। সমবায়ের চেয়ারম্যান এবং সচিবও নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে গত ৪ এপ্রিল নতুন করে ‘বোর্ড অফ ডিরেক্টর্স’র ভোট নেওয়ার কথা জানায় সমবায় কমিশন। তাদের বক্তব্য, আগের প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি রয়েছে। তাই নতুন করে নির্বাচন করা হবে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন সিঙ্গুরের ওই সমবায়ের কয়েক জন সদস্য। তাতে হাই কোর্ট জানিয়েছে, আগামী ৪ জুন নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত করা হল। আপাতত সেখানে ‘বোর্ড অফ ডিরেক্টর্স’র নির্বাচন করা যাবে না। গরমের ছুটির পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন:
মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ইতিমধ্যে ওই বোর্ড বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় নির্বাচিত একটি বোর্ডকে কেন ভেঙে দেওয়া হবে? তা নিয়েই প্রশ্ন আইনজীবীর। তিনি বলেন, “বোর্ড অফ ডিরেক্টর্স-এর কাজে কোনও পক্ষ হয়তো হতাশাগ্রস্ত। তাই নতুন নির্বাচন করার সিদ্ধান্ত।”
বস্তুত, গত ফেব্রুয়ারিতে ওই সমবায়ের ভোটে ৪৬ জন প্রতিনিধি নির্বাচিত হন। মার্চ মাসে তাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেন ১২ জন বোর্ড অফ ডিরেক্টরসকে। ওই ১২ জন বেছে নেন সমবায়ের চেয়ারম্যান এবং সচিবকে।