ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে শনিবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিপর্যস্ত হতে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, আগেভাগেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। দক্ষিণ-পূর্ব রেলওয়ে মোট ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। দেখে নিন কবে কোন ট্রেন বাতিল।