Advertisement
E-Paper

মানসিক স্বাস্থ্য পরিষেবায় কেরিয়ারের হদিস ওয়েবিনারে

সাইকোলজি নিয়ে পড়ার পরে কাজের হদিস নিয়ে শিক্ষাবিদ ও থেরাপিস্টদের পরামর্শ

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:২২
মানসিক স্বাস্থ্যের জগতে কেরিয়ারের হদিস জেনে নাও ১১ সেপ্টেম্বর, ক্যাম্পাসটুকেরিয়ার-এর আলোচনায়।

মানসিক স্বাস্থ্যের জগতে কেরিয়ারের হদিস জেনে নাও ১১ সেপ্টেম্বর, ক্যাম্পাসটুকেরিয়ার-এর আলোচনায়।

কোভিড-১৯ অতিমারীর জেরে জীবন ও রুজির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তার জেরে মানসিক চাপ স্পষ্ট করে দিয়েছে এ দেশে মানসিক চিকিৎসা পরিকাঠামোর উন্নতির প্রয়োজনীয়তা। প্রিয়জনকে হারিয়ে বা মানসিক ভাবে ভাল থাকার স্বার্থে বহু মানুষ অনলাইন কাউন্সেলিং ও থেরাপির সাহায্য চাইছেন। তাতেই চাহিদা বাড়ছে মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সেলর, থেরাপিস্ট এবং মনোবিজ্ঞানীদের।

এই জগতে কেরিয়ার গড়ে সমাজের ভাল থাকা নিশ্চিত করতে চাইলে যোগ দাও সাইকোলজিঃ কল ফর কাউন্সেলিং ওয়েবিনারে। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-র এই আলোচনাচক্রে সাইন আপ করো এখানে

কখনঃ ১১ সেপ্টেম্বর, বিকেল ৩টে।

কী নিয়েঃ মানসিক স্বাস্থ্য পরিষেবার জগতে কেরিয়ারের সুযোগ।

যা থাকছেঃ সাইকোলজি নিয়ে পড়ার পরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার বিভিন্ন পথের হদিস। মানসিক স্বাস্থ্য এবং সময়ে তার চিকিৎসা নিয়ে সচেতনতা গড়তে এ নিয়ে পড়াশোনা ও গবেষণার প্রয়োজনীয়তা। জেনে নাও স্কুল-কলেজ বা কর্পোরেট অফিসে কাউন্সেলর হিসেবে কাজের সুযোগের কথা। সাইকোলজি নিয়ে পাঠ্যক্রম তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা কী করে করা যাবে কিংবা সফল থেরাপিস্ট হতে কী কী দক্ষতা থাকা জরুরি, শিখে নাও সব কিছুই।

বক্তা যাঁরাঃ

অধ্যাপিকা ডঃ নীলাঞ্জনা সান্যাল, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, সাইকোলজি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়- মনোবিদ হিসেবেও কাজ করেছেন প্রায় ৩৭ বছর। কাউন্সেলিং-এর প্রশিক্ষণ দিয়েছেন দেশ ও বিদেশের বহু সরকারি দফতর এবং এনজিও-তে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগেও নিয়মিত যুক্ত থাকেন তিনি। গ্রিসের এথেন্স বিশ্ববিদ্যালয়ে ডঃ ক্যারিনা কওলাকগ্লু-র সঙ্গে যৌথ ভাবে মান্যতাপ্রাপ্ত মূল্যায়ন প্রক্রিয়া ফেয়ারি টেল টেস্ট-এর গবেষণাও করেন। রয়েছেন ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন-এর সদস্য, গ্রিসের ফেয়ারি টেল টেস্ট সোসাইটির সাম্মানিক সদস্য পদেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদকপ্রাপ্ত, দুটি বই লিখেছেন পজিটিভিজম, পজিটিভ সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়ালিটি এবং কমিউনিটি সাইকোলজি প্রসঙ্গে।

অধ্যাপক শিবনাথ দেব, ডিরেক্টর, রাজীব গাঁধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, শ্রীপেরামবুদুর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি, স্নাতকোত্তর ও পিএইচডি করেছেন অ্যাপ্লায়েড সাইকোলজিতে, করেছেন এলএলবি-ও। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফ্যকাল্টি অফ ল’, স্কুল অফ জাস্টিসের অ্যাডজাঙ্কট প্রোফেসর পদে রয়েছেন। এ ছাড়াও রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইনস্টিটিউট ফর স্কুল-বেসড ফ্যামিলি কাউন্সেলিং-এর বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্যপদে। পুঁদুচ্চেরী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রাক্তন প্রধান, শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা ২৯ বছরের। শিশু-সুরক্ষা এবং এইচআইভি/এডস কাউন্সেলিং ক্ষেত্রে সুযোগ্য প্রশিক্ষক, বর্তমানে গবেষণা করছেন শিশুর অধিকার, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য, কৈশোরের যৌনস্বাস্থ্য, পারিবারিক হিংসা এবং কৈশোরের ঝুঁকির দিক নিয়ে। সেজ, স্প্রিঙ্গার, পিয়ার্সন অ্যান্ড রুটলেজ-এর প্রকাশনায় ১০টি বই লিখেছেন।

মানসী পোদ্দার, সাইকোথেরাপিস্ট, মানসীথেরাপি-র প্রতিষ্ঠাতা- পুরোদস্তুর সাইকোথেরাপিস্ট, কলকাতায় নিজের প্রতিষ্ঠান মানসীথেরাপি-তে কাউন্সেলিং করেন সব বয়সের মানুষের, সপরিবার বা যুগলেরও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার কাউন্সেলিং-এ স্নাতকোত্তর, কাজের অভিজ্ঞতা ১০ বছরের বেশি। ট্রমা ট্রিটমেন্ট, ম্যারিটাল থেরাপি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ন্যারেটিভ থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি-তে প্রশিক্ষিত এবং জার্নি প্র্যাক্টিশনার। কর্পোরেট দুনিয়ায় মানস্থিক সুস্থতা নিয়ে কর্মশালা করেছেন এইচএসবিসি, জাস্টিস অ্যান্ড কেয়ার, জনসন অ্যান্ড জনসন, আদিত্য বিড়লা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সংস্থায়।

সৌমি দাস, ডিজিটাল লার্নিং কোচ অ্যান্ড কমিউনিটি ম্যানেজার, এইচইসি, প্যারিস- প্যারিস-প্রবাসী লার্নিং স্পেশালিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড সাইকোলজিতে স্নাতকোত্তর এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে এম ফিল, প্যারিসের আইজিএস থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সেস-এ স্নাতকোত্তর, ভারতে কাজ করেছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে। ফ্রান্সে শিক্ষাদান ও উন্নতিক্ষেত্রে পেশাদার হিসেবে লিডারশিপ, চেঞ্জ ম্যানেজমেন্ট ও অর্গানাইজেশনাল ট্রান্সফর্মেশন বিষয়ে এগিজিকিউটিভ ট্রেনিং-এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন। বর্তমানে কাজ করছেন ডিজিটাল ও ব্লেন্ডেড লার্নিং নিয়ে।

প্রিয়াঙ্কা ভুপাল (ভট্টাচার্য), কনসাল্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ ফাউন্ডেশন (সঞ্চালক)- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এম ফিল করার পরে গত ১৩ বছর ধরে সমাজ ও বিভিন্ন চিকিৎসা পরিকাঠামোয় কাজ করেছেন নানা বয়সের মানুষ এবং পরিবারের সঙ্গে। গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগে অতিথি অধ্যাপক, কলকাতার মেন্টাল হেলথ ফাউন্ডেশনে ন্যারেটিভ আইডিয়াজ ট্রেনিং পরিচালনার দায়িত্বেও রয়েছেন।

উপস্থিতির শংসাপত্রঃ সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র।
সাইকোলজিঃ কল ফর কাউন্সেলিং ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে

Mental health career opportunities University of Calcutta Applied Psychology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy