Advertisement
১১ মে ২০২৪
Ayush Kasliwal

ভিস্যুয়াল আর্টস ও ডিজাইনে কেরিয়ারের হদিস চাও? দেখে নাও ওয়েবিনার

আর্ট, ফ্যাশন, আসবাব ও আলোর ডিজাইন, অন্দরসজ্জা এবং গ্রাফিক ডিজাইন বিশেষজ্ঞদের পরামর্শ

ভিস্যুয়াল আর্টস এবং সৃজনশীল কাজে সম্ভাবনাময় কেরিয়ারের হদিস জেনে নাও ১০ সেপ্টেম্বর।    

ভিস্যুয়াল আর্টস এবং সৃজনশীল কাজে সম্ভাবনাময় কেরিয়ারের হদিস জেনে নাও ১০ সেপ্টেম্বর।    

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৩
Share: Save:

আর্ট ও ডিজাইনেই মন টানে বেশি? এই জগতে কেরিয়ার গড়ার যাবতীয় সুলুকসন্ধান জানতে দেখে নাও এ ফর এস্থেটিকসঃ ভিস্যুয়াল ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ পারস্যুটস ওয়েবিনার। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-র এই আলোচনাচক্রে যোগ দিতে সাইন আপ করো এখানে

কখনঃ ১০ সেপ্টেম্বর, বিকেল ৩টে।

কী নিয়েঃ ভিস্যুয়াল ডিজাইন ও আর্টসে কেরিয়ার গড়তে যা যা জরুরি

যা থাকছেঃ জেনে নাও শিল্পী হিসেবে কেরিয়ার গড়ার ভবিষ্যৎ- তা সে ফ্রিলান্সার হিসেবেই হোক, সংস্থার কর্মী হিসেবে কিংবা শিক্ষাবিদের ভূমিকায়। জেনে নাও কোন কোন ক্ষেত্রে নিজের সৃজনশীলতাকে প্রস্ফুটিত করার সুযোগ রয়েছে- ভিস্যুয়াল আর্ট ও ইন্সটলেশন, ফ্যাশন, ফটোগ্রাফি, সিনোগ্রাফি, আসবাব ও আলো ডিজাইন, অন্দরসজ্জা, গ্রাফিক ডিজাইন ও ভিস্যুয়াল এফেক্টস প্রভৃতি। শিখে নাও ডিজাইনের নান্দনিকতা, বাস্তবের সঙ্গে শিল্পের মেলবন্ধন এবং দেশীয় ও আন্তর্জাতিক শিল্পরীতির খুঁটিনাটি। থাকছে গ্রাফিক্সের ক্রমবর্ধমান চাহিদা এবং ফিল্মমেকিং ও বিজ্ঞাপনে তার প্রয়োগ সম্পর্কে জানার সুযোগও।

বক্তা যাঁরাঃ

আয়ুষ কশলিওয়াল, ডিজাইন থিঙ্কার ও প্র্যাক্টিশনার- আমদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের প্রাক্তনী, দেশের শীর্ষস্থানীয় ডিজাইন থিঙ্কার, প্র্যাক্টিশনার এবং শিল্পীদের প্রতিনিধিদের এক জন। স্থাপত্যবিদ স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে জয়পুরে গড়ে তোলা ডিজাইন সংস্থা একেএফডি অ্যান্ড অনন্তায়া-র সহ-প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর পদে রয়েছেন আয়ুষ। সংস্থার ব্যবসা চলে পরিবেশরক্ষা ও সমাজকল্যাণের কথা মাথায় রেখে। আঞ্চলিক শিল্প ও শিল্পীদের পাশে দাঁড়ানোর সঙ্গে বর্তমান সময়ের নান্দনিক ভাবনার মাধ্যমে পুরাণ, স্থাপত্যরীতি ও সংস্কৃতিকে তুলে ধরাই তাঁর লক্ষ্য।

কিরণ উত্তম ঘোষ, পার্টনার, কেইউজি কুট্যুর এলএলপি - নিজের সংস্থার লেবেলে পোশাক ডিজাইন করেন। তার ডিজাইনে আঞ্চলিক শিল্পরীতি, স্থানীয় কাঁচামাল, এবং কিছু ক্ষেত্রে প্রযুক্তি প্রাধান্য পায়। লন্ডনে ব্রিটিশ ডিজাইনার জ্যাস্পার কনরাঁ-র কাছে প্রশিক্ষিত কিরণ ভারতীয় ফ্যাশন উইকের একেবারে শুরু থেকেই তার সঙ্গে যুক্ত। পরবর্তীতে সিঙ্গাপুর ফ্যাশন উইক, সিমা-সহ বিভিন্ন জায়গায় শো এবং ইনস্টলেশন-এর পাশাপাশি রোম কুট্যুর উইকেও প্রদর্শিত হয়েছে তাঁর কালেকশন।

বিশাল সি ভঁড়, সহযোগী অধ্যাপক, ডিজাইন বিভাগ, বিশ্বভারতী- লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ-এর এমএস এবং ইনল্যাক্স (INLAKS) স্কলার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ফাইন আর্টসে স্নাতক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে শিক্ষকতার পাশাপাশি বিশ্বভারতীর শিল্প সদনের বিভাগীয় প্রধান থাকাকালীন প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে সেখানে শুরু করেন পেশাদার ডিজাইন প্রোগ্র্যাম (ডিজাইনে স্নাতক)। ডিজাইনার ও শিল্পী হিসেবে কাজ ও প্রদর্শনীর সূত্রে দেশ ও বিদেশে বহু জায়গায় ঘুরেছেন তিনি।

প্রিয়াঙ্কা রাজা, সহ-প্রতিষ্ঠাতা, এক্সপেরিমেন্টার- ২০০৯ সালে জীবনসঙ্গী প্রতীক রাজার সঙ্গে কলকাতায় এক্সপেরিমেন্টার সংস্থাটি গড়ে তুলেছিলেন। দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের প্রবীণ ও নবীন শিল্পীদের কাজ প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে এই গ্যালারিটি। প্রিয়াঙ্কার উদ্যোগেই ২০১০ সালে শুরু হয় ভিস্যুয়াল আর্টসের সুপরিচিত তত্ত্বাবধায়কদের একত্রে আনার উদ্যোগ, কিউরেটর্স হাব। ২০১৭-য় ফের তাঁর উৎসাহেই সংস্থাটি শুরু করেছে এক্সপেরিমেন্টার্স বুক- শিল্প ও শিল্পীদের ক্যাটালগ এবং আর্টিস্টস বুক তৈরির উদ্যোগ। ইন্ডিয়া আর্ট ফেয়ার এবং আর্ট দুবাইয়ের নির্বাচনী কমিটির সদস্য প্রিয়াঙ্কা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-র আর্ট অ্যান্ড কালচার টাস্ক ফোর্সেও রয়েছেন।

সতীশ নারায়ণন, প্রতিষ্ঠাতা ও এমডি, ডিজাইন মিডিয়া অ্যান্ড এডুটেনমেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড - ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে স্নাতকোত্তর, কেরিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনী জগতে গ্রাফিক ডিজাইনের কাজে। ২৮ বছর কাজ করেছেন ডিজাইন, মাল্টিমিডিয়া, ফিল্মমেকিং, অ্যানিমেশন ও ভিস্যুয়াল এফেক্ট নিয়ে। রিল্যায়ান্স অ্যানিমেশনে ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রধান ও চেন্নাইয়ের মায়া অ্যাকাডেমি অফ অ্যাডভান্সড সিনেম্যাটিকস-এর ডিরেক্টর পদে কাজের পাশাপাশি স্কিল ইন্ডিয়া, এনএসডিসি এবং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট স্কিলস কাউন্সিল-এও পরামর্শদাতা। এর পাশাপাশি তিনি নেক্টার পিক্সেলস মিডিয়া প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও। এই সংস্থা বিজ্ঞাপন ডিজাইন, ছবি ও ভিডিও তৈরি, অ্যানিমেশন ছবি ও ভিস্যুয়াল এফেক্টের কাজ করে।

অমর্ত্য বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর, স্কুল অফ ডিজাইন, এনএসএইচএম-

স্বরূপ দত্ত, বিভিন্ন মাধ্যমের শিল্পী ও ডিজাইনার, ফটোগ্রাফার, সিনোগ্রাফার (সঞ্চালক)- নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলসে স্নাতকোত্তর; কাজ করেছেন এনআইএফটি কলকাতার ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলস ডিজাইন বিভাগের প্রধান এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্র্যাফটস অ্যান্ড ডিজাইন-এর ডিন অফ অ্যাকাডেমিকস পদে। নিজের শিল্পচেতনার প্রকাশের তাগিদে কাজ করেছেন সিনোগ্রাফি থেকে স্টাইলিং, গ্রাফিক্স থেকে অন্দরসজ্জা, শিল্পকর্ম থেকে পোশাক-সব কিছু নিয়েই। বিভিন্ন শহরে অবস্থান ভিত্তিক শিল্প এবং ডিজাইন-নির্ভর ইনস্টলেশন নিয়ে আয়োজন করেছেন একের পর এক অনুষ্ঠান। তাঁরই ভাবনা এবং তত্ত্বাবধানে কলকাতায় চালু হয়েছে ভারতীয় শিল্প, ডিজাইন, শিল্পকর্ম, সঙ্গীত ও রন্ধনশিল্প নিয়ে বার্ষিক অনুষ্ঠান দ্য ইন্ডিয়া স্টোরি। তবে তাঁর প্রথম ভাললাগা হয়ে থেকে গিয়েছে ফটোগ্রাফিই।

উপস্থিতির শংসাপত্রঃ সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। এ ফর এস্থেটিকসঃ ভিস্যুয়াল ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ পারস্যুটস ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE