আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত এখনও চলছে বলে আদালতে দাবি করল সিবিআই।
সোমবার আলিপুরে সিবিআই বিশেষ আদালতে ওই মামলার শুনানি ছিল। গত শুনানিতে ওই মামলার মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, “সিবিআই মাস কয়েক আগে চার্জশিট পেশ করেছে। চার্জ গঠনের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এখনও তদন্ত প্রক্রিয়া চলছে বলে জমা দেওয়া চার্জশিটে দাবি করেছে সিবিআই। সেক্ষেত্রে চার্জ গঠনের শুনানিতে আইনগত প্রশ্ন উঠে যাচ্ছে।”
এর পরই বিচারক সিবিআইকে আদালতে লিখিত রিপোর্ট জমা দিতে বলেন। সোমবার সিবিআইয়ের তরফে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আদালত সূত্রে জানা গিয়েছে, লিখিত রিপোর্টে সিবিআই জানিয়েছে, তদন্তের একটি পর্যায়ের চার্জশিট জমা দেওয়া হয়েছে। আরেকটি পর্যায়ের তদন্ত এখনও চলছে। বহু এমন নথি রয়েছে, যা পুরোপুরি যাচাই হয়নি। যাচাই করে ভবিষ্যতে ওই সব নথির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সেই কারণেই তদন্ত প্রক্রিয়া চালু রাখা হয়েছে। ভবিষ্যতের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।
এ দিন সন্দীপ ঘোষের আইনজীবী চার্জ গঠনের শুনানির বিষয়ে ফের আইনগত প্রশ্ন তুলেছেন। তবে বিচারক সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করেছেন বলে সূত্রের খবর। পরবর্তী শুনানি ১৪মে। এদিন সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্ত প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)