নারদ-কাণ্ডে সিবিআইয়ের জেরা শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর দাবি, মমতাই ষড়যন্ত্র করেছেন।
শনিবার দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছন মুকুল রায়। প্রায় আড়াই ঘণ্টা পরে তিনি সেখান থেকে বেরোন। এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যড়যন্ত্র করছেন।” কী সেই ষড়যন্ত্র, তা অবশ্য খোলসা করেননি মুকুল। তাঁর কথায়: “ভিডিয়োতে আমাকে কেউ টাকা নিতে দেখেনি। আমি কোনও ভাবেই অনৈতিক কাজে জড়িত নই। যত বার তদন্তকারী অফিসাররা ডাকবেন, আসব।”
তাঁর সঙ্গে ধৃত পুলিস কর্তা সৈয়দ মহম্মদ হোসেন মির্জার মুখোমুখি জেরা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। তিনি বলেন, “এ বিষয়ে আমার বলা ঠিক হবে না। আপনারা আমাকে যেতে নিন।”