আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার তিন অফিসারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন। প্রায় ঘণ্টা চারেক তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি এই মামলায় আর জি কর হাসপাতালের পুলিশ ফাঁড়ি এবং টালার থানার ১১ জন পুলিশকর্মীকে তলব করা হয়েছে। তার মধ্যে তিন জন হাজিরা দিয়েছেন। বাকিদের ফের তলব করা হতে পারে। তবে সিবিআই সূত্রের খবর, ওই পুলিশকর্মীদের গত সেপ্টেম্বর মাসেও তলব করে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সিবিআই সূত্রের খবর, এই মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করবেন তদন্তকারীরা। দিল্লির সদর দফতরে তার প্রস্তুতি চলছে। তার পাশাপাশি টালা থানা ও আর জি কর হাসপাতালে সিসি ক্যামেরার ছবির ফরেন্সিক রিপোর্টও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট টালা থানা ও আর জি কর হাসপাতালের সিসি ক্যামেরার ছবিতে কারচুপি করা হয়েছিল বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাই সে দিনের কয়েক জন কর্তব্যরত পুলিশকর্মীকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাঁদের বয়ানও নথিবদ্ধ করা হয়েছে।
সিবিআইয়ের এক কর্তার বক্তব্য, গত অক্টোবর মাসে ওই সব পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করা হলেও সম্প্রতি যে সব ফরেন্সিক রিপোর্ট হাতে এসেছে তার ভিত্তিতে আগের বয়ানে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। তাই ফের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দ্বিতীয় চার্জশিটে এই পুলিশকর্মীদের বয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও ওই সিবিআই-কর্তার ইঙ্গিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)