টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযানে গেল সিবিআই। দশ জনের একটি দল তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে বলে সিবিআই সূত্রের খবর। শুধু মানিকের বাড়িই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।
বৃহস্পতিবার সকাল থেকেই টেট-দুর্নীতি মামলায় সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে। মানিকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।