Advertisement
০৩ মে ২০২৪
CBI

Hanskhali Gang Rape and Murder Case: রাতেই হাঁসখালি পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল, কথা হতে পারে নির্যাতিতার পরিবারের সঙ্গে

এ দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত ভার হাতে নেওয়ার পর এই ধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অভিযোগ আনে নির্যাতিতার পরিবার। বুধবার বিকালে মৃতার বাবা অভিযোগ করেন, তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়ছিল।

নিজস্ব সংবাদদাতা
হাঁসখালি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ০৮:০২
Share: Save:

তদন্তভার হাতে নিয়ে বুধবার মধ্যরাতে হাঁসখালি থানায় পৌঁছে গেল সিবিআইয়ের চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। তাঁরা প্রায় ৪ঘণ্টা কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্যাতিতার বাডি়তেও যাবে ওই প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন দুই মহিলা আধিকারিকও।

এর আগে হাঁসখালি থানার কাছে এফআইআর-এর কপি চেয়ে পাাঠায় সিবিআই। থানা তড়িঘড়ি সেই কপি ইমেল করে। খুন, গণধর্ষণ, তথ্য প্রমাণ লোপাটের মতো বেশ কিছু গুরত্বপূর্ণ ধারায় অভিযোগ এনে মামলা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এ দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত ভার হাতে নেওয়ার পর এই ধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অভিযোগ আনে নির্যাতিতার পরিবার। বুধবার বিকালে মৃতার বাবা অভিযোগ করেন, তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়ছিল। মৃতার জেঠতুতো দাদার অভিযোগ, হুমকি চলতে থাকায় ভয়ে দেহটি মাদুরে জড়িয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

প্রশ্ন ওঠে এত দিন কেন তাঁরা এই তথ্য সামনে আনেননি? কিশোরীর জেঠতুতো দাদা বলেন, “এত দিন খুব ভয়ে ছিলাম আমরা। সিবিআই তদন্ত করবে জেনে এখন সাহস পাচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Hanskhali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE