Advertisement
E-Paper

জয়েন্টে সংসদকে টেক্কা দিল সিবিএসই

সোমবার প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলে দেখা যাচ্ছে, প্রথম ১০ হাজারের মধ্যে ৪৭% আসন দখল করেছেন সিবিএসই-র পড়ুয়ারা। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র ২৬% পড়ুয়া প্রথম ১০ হাজারে ঠাঁই পেয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০৪:২৫

চেষ্টার কোনও কসুর করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দিল্লি বোর্ডকে টেক্কা দেওয়ার জন্য পাঠ্যক্রম এবং প্রশ্নের ধরনও পরিবর্তন করা হয়েছে। কিন্তু এ বছরের জয়েন্ট এন্ট্রান্স (ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার সামগ্রিক ফলে সংসদকে আবার পিছনে ফেলে দিল সিবিএসই বোর্ড। মেধা-তালিকায় থাকা প্রথম ১০ জনের মধ্যে ছ’জনই ওই বোর্ডের পড়ুয়া।

সোমবার প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলে দেখা যাচ্ছে, প্রথম ১০ হাজারের মধ্যে ৪৭% আসন দখল করেছেন সিবিএসই-র পড়ুয়ারা। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র ২৬% পড়ুয়া প্রথম ১০ হাজারে ঠাঁই পেয়েছেন। সংসদের পরীক্ষার্থীর সংখ্যা সিবিএসই-র প্রায় দ্বিগুণ। জয়েন্ট বোর্ডের খবর, জয়েন্টের ফলে এ বার আইএসসি পরীক্ষার্থীদের টপকে গিয়েছে বিহার বোর্ড।

সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের পড়ুয়াদের প্রতিযোগিতায় রাখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঠ্যক্রম বদলেছে। এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্নের সংখ্যা বাড়িয়েছে। এই ধরনের পরীক্ষায় সফল হওয়ার জন্য বিজ্ঞান বিষয়ের সহায়িকাও প্রকাশ করেছিল সংসদ। তাতেও অবস্থার পরিবর্তন হল না। এ বছর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে বলে পরীক্ষার্থীদের অভি‌যোগ। সংসদের সভানেত্রী মহুয়া দাস অবশ্য এই ফলাফলে হতাশ নন। তাঁর ব্যাখ্যা, ‘‘গত বছর সিবিএসই-র পড়ুয়ারা আরও ভাল ফল করেছিল। কিন্তু এ বছর সংসদের পড়ুয়ারা সেই তুলনায় বেশ ভাল ফল করেছে।’’পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার কাউন্সেলিংয়ের ব্যাপারে কিছুটা কঠোর হয়েছে জয়েন্ট বোর্ড। গত বছর শূন্য পাওয়া পরীক্ষার্থীদেরও ই-কাউন্সেলিংয়ের সুযোগ দিয়েছিল তারা। তাতে সমালোচনার ঝড় ওঠে। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা এ দিন জানান, এ বার শুধু পজি়টিভ নম্বর পাওয়া প্রার্থীদের ই-কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। ১২ জুন ২৩টি কেন্দ্রে কাউন্সেলিং শুরু হবে।

আরও পড়ুন: সরকারি ডাক্তারও জাল!

বোর্ড সূত্রের খবর, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ ১৭ হাজার ৫৪৪। এ রাজ্যে সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন কমে হয়েছে ৩৫ হাজার ১৮। ফার্মাসিতে আসন বেড়েছে। পরের বছর পরীক্ষা হবে ২২ এপ্রিল।

এ বছর ইঞ্জিনিয়ারিং জয়েন্টে প্রথম হয়েছেন কলকাতার বিড়লা হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক। সিবিএসই, আইএসসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে হইচই ফেলে দিলেও জয়েন্টে কিছুটা পিছিয়ে পড়েছেন ছাত্রীরা। প্রথম দশে ঠাঁই হয়েছে মাত্র এক জন ছাত্রীর। দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের ছাত্রী আইরিন ঘোষ মেধা-তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।

Education Joint Entrance WBJEE CBSE Result সিবিএসই জয়েন্ট এন্ট্রান্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy