Advertisement
২৩ মে ২০২৪

কেন্দ্রে ডিএ বৃদ্ধি, মামলা হল রাজ্যে

বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২% বাড়ল। ঘটনাচক্রে, বকেয়া ডিএ-র দাবিতে এ দিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকারের দু’টি কর্মী সংগঠন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০৩:২৫
Share: Save:

বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২% বাড়ল। ঘটনাচক্রে, বকেয়া ডিএ-র দাবিতে এ দিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকারের দু’টি কর্মী সংগঠন।

কেন্দ্রীয় সরকারের এ দিনের ঘোষণা মোতাবেক ৪৮.৫৫ লক্ষ কর্মী এবং ৫৫.৫১ লক্ষ পেনশনভোগী গত ১ জানুয়ারি থেকে বাড়তি ডিএ পাবেন। এ জন্য খরচ হবে প্রায় ৫ হাজার ৮৫৭ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ফেডারেশনের বক্তব্য, মূল্যবৃদ্ধির হারের সঙ্গতি রেখে ডিএ-র হার ৪.৯৫% হওয়া উচিত। গত বছরের ১ জুলাই থেকে ২ শতাংশ মিলছে। এখন আরও ২ শতাংশ বাড়ল।

সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ফারাক অনেকটাই বেড়ে গেল। এ রাজ্যের সরকারি কর্মী সংগঠনগুলির নেতারা জানাচ্ছেন, সপ্তম পে-কমিশনের সুপারিশ মেনে নতুন বেতন কাঠামো তৈরি করেছে কেন্দ্র। ফলে বেড়েছে মূল বেতন। তার ভিত্তিতেই ডিএ ঘোষণা হয়েছে। অন্য দিকে রাজ্যের কর্মীরা পড়ে রয়েছেন পুরনো বেতন কাঠামোয়। তাই কেন্দ্রের ২ শতাংশ ডিএ আসলে রাজ্যের সঙ্গে ৭ শতাংশের সমান। এবং এই হিসাবে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান এখন বেড়ে দাঁড়াল ৫৩%। নবান্নের এক কর্তার কথায়, ‘‘নতুন বেতন কমিশন তৈরি হয়েছে। আশা করা যায়, কমিশনের সুপারিশ জমা পড়লে আর কোনও সমস্যা থাকবে না।’’ ডিএ-র দাবিতে মাসখানেক আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এর দ্বারস্থ হয়েছিল দুই কর্মী সংগঠন। স্যাট মামলাটি গ্রহণ করেনি। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিন আপিল মামলা হয়েছে হাইকোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DA Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE